ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিরল প্রজাতির চিংড়ির সন্ধান

প্রকাশিত: ১৮:৫৫, ২৪ জানুয়ারি ২০১৭

বিরল প্রজাতির চিংড়ির সন্ধান

অনলাইন ডেস্ক॥ চিংড়ি মাছ শুনলে অনেকের জিভেতে পানি চলে আসে। অনেক ধরণের চিংড়িও বাজারে আমরা দেখতে পাই। এবার আবিস্কার হল নতুন এক ধরণের চিংড়ি! রাশিয়ার জনবহুল এলাকা থেকে অনেক দূরে আর্কটিক মহাসাগরের তীরে অবস্থিত একটি শহর কাপে কিন্ডো। এখানে গড়ে উঠেছে ‘White Sea Biological Station’ সেখানকার সাগরে পুরু হয়ে থাকে বরফের স্তর। তাপমাত্রা মাত্র ২ ডিগ্রী। কখনো তা কমতে কমতে মাইনাস ৩০ ডিগ্রিতে গিয়ে পৌঁছে। এমন সাগরের গভীরে সদর্পে বিচরণ করছে নতুন এই চিংড়ি। যা এই পৃথিবীর মানুষ আগে কখনও দেখেনি! সেখানে কাজ করতে গিয়ে সামুদ্রিক জীববিজ্ঞানী Alexander Semenov ক্যামেরায় প্রথম উঠে আসে নতুন এই চিংড়ির ছবি। তিনি সেখানে আরও ১৪ প্রজাতির প্রাণীর সন্ধান পান যা পৃথিবীর অন্যান্য সাগরের কোন প্রাণীর সাথে মিলই নেই।
×