ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪৫, ২৪ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের বিদ্যাপীঠ আগৈলঝাড়া উপজেলার ১২৫ বছরের ঐতিহ্যবাহী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলন ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কৈলাশ চন্দ্র সেনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করে গৈলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে স্কুল চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, প্রধান শিক্ষক জহিরুল হক, সাবেক শিক্ষক আব্দুল মান্নান, তারক চন্দ্র দে প্রমুখ। সূত্রমতে, স্থানীয় বাসিন্দা কৈলাশ চন্দ্র সেন ব্রিটিশ সরকারের ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শেষ করে নিজ এলাকার শিক্ষার প্রসারের জন্য ১৮৯৩ সালের ২৩ জানুয়ারি গৈলা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিলেন। ছেলের হাতে পিতা মাতাসহ আহত ৫ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মাদকসেবী ছেলেকে মাদক সেবনে বাধা দেয়ায় তার হামলায় পিতা-মাতাসহ স্থানীয় পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামে। জানা গেছে, ওই গ্রামের আজাহার খানের ছেলে মাদকসেবী আকতার খানকে মাদক সেবনে বাধা দেয়ায় তার মা ছাহেরন বেগমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে আকতার। এ সময় তার পিতা আজাহার এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। তাদের ডাক-চিৎকারে প্রতিবেশী জাকির খান, শাহানা বেগম ও সুমি খানম এগিয়ে এলে তাদেরও মারধর করে আহত করে আকতার। গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা আটক নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৩ জানুয়ারি ॥ ২০ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আসুলাম খান। জানা যায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ রবিবার সন্ধ্যায় মহাসড়কের গোলচত্বর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে বগুড়াগামী ট্রাকে অভিযান চালিয়ে ১২ বস্তায় রাখা পাঁচ মণ গাঁজাসহ ট্রাকচালক মিলন হোসেন মন্টু, হেলপার রবিউল আউয়াল ও গাঁজা বহনকারী দোলনকে আটক করে। ওই গাঁজার ক্রয়কৃত বাজারমূল্য ২০ লাখ টাকা। আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সদস্য বলে ধারণা করছে পুলিশ। আত্রাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ জানুয়ারি ॥ আত্রাইয়ে এক মাসের ব্যবধানে তিনটি ডাকাতি হয়েছে। পরপর দুুটি ডাকাতির পর রবিবার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর গ্রামের সৌদি প্রবাসী রেজাউলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতরা বাড়ির লোকজনকে মারপিট করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। জানা গেছে, রবিবার গভীর রাতে প্রায় ১০-১৫ জনের মুখোশধারী ডাকাত দল উপজেলার শ্রীরামপুর গ্রামের সৌদি প্রবাসী রেজাউলের বাড়িতে দরজার গ্রিল কেটে শয়ন ঘরে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন হৈচৈ করার চেষ্টা করলে ডাকাতরা রেজাউলের স্ত্রী আম্বিয়া খাতুন (২২), পিতা আব্দুর রশিদ ও ভাই রবিউল ইসলামকে (১৫) বেদম মারপিট করে নগদ টাকা ১১ ভরি স্বর্ণালঙ্কার, ৭টি কম্বল ও তিনটি মোবাইল ফোনসহ প্রায় সাড়ে ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে ওই ডাকাত দল প্রবাসী রেজাউলের বাড়িতে ডাকাতির পর পার্শ্ববর্তী কয়সা গ্রামের আব্দুস ছালামের বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এ সময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে আব্দুস ছালামের বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ডাকাত দল পালিয়ে যায়। জেএমবি সদস্যের ১৪ বছরের কারাদ- স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে সোমবার ১৪ বছরের সশ্রম কারাদ- প্রদান করেছে আদালত। চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুন্যাল-২-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ জিয়াউর রহমান এ আদেশ প্রদান করেন। দ-প্রাপ্ত জেএমবি সদস্য হলো জেলার শিবগঞ্জ উপজেলার শামটোলা গ্রামের আফতাব উদ্দীনের ছেলে আব্দুর রাকিব ওরফে সুমন (২৮)। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৬ জুন রাত দেড়টার দিকে কানসাট বাজারের একটি স্টিলের দোকানে অভিযান চালিয়ে একটি ওয়ান শূটারগান ও ৩ রাউন্ড গুলিসহ সুমনকে গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ। পরদিন ১৭ জুন এসআই মিজানুর রহমান বাদী হয়ে সুমনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ২০০৯ সালের ৮ জুলাই সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মান্নান। বিএনপি জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ জানুয়ারি ॥ পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীক গ্রেফতার করছে পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন নাশকতা, সহিংসতা ও জঙ্গী তৎপরতার অভিযোগে দায়েরকৃত মামলার সন্দেহভাজন আসামি বলে জানা গেছে। পুলিশ জানায়, পুলিশের বিশেষ অভিযানে সুন্দরগঞ্জে জামায়াতের ছয়জন এবং পলাশবাড়ীতে বিএনপির একজন, জামায়াতের একজন ও শিবিরের একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সুন্দরগঞ্জ থানায় গ্রেফতারকৃত জামায়াতের ছয়জন স্থানীয় পর্যায়ের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় চার পুলিশ হত্যা, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার মামলা আছে। ১৮ বছর বিনা বেতনে পাঠদান নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ জানুয়ারি ॥ ১৯৯৮ সালে স্থাপিত গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লেংগাবাজার আইডিয়াল কলেজটি ১৮ বছরেও এমপিওভুক্ত হয়নি। ১৯৯৯ সালে পাঠদানের অনুমতিপ্রাপ্তির পর থেকেই বেশ ভাল ফলাফল নিয়েই চলছে কলেজটি। সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মরত ১৮ জন শিক্ষক ও ১০ জন কর্মচারী সরকারী বেতনভাতা পাচ্ছেন না ১৮ বছর যাবত। ফলে শিক্ষক-কর্মচারীরা তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু থেকে শিক্ষকতা করছেন আসাদুজ্জামান পলাশ। তার সঙ্গে কথা বললে তিনি আক্ষেপ করে বললেন, খুবই কষ্টে আছি। স্ত্রী-সন্তানদের চাহিদামতো ভরণপোষণ করতে পারি না। ছেলেমেয়ে জিজ্ঞাসা করে, কবে বেতন পাবে বাবা? এর উত্তর দিতে পারি না। একে একে ১৮ বছর পার করলাম। আর কত বছর অতিক্রান্ত হলে আমরা বেতন পাব তারও কোন নিশ্চয়তা নেই। বনদস্যু আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন চুনকুড়ি এলাকা থেকে বনদস্যু আলিম বাহিনীর সক্রিয় সদস্য আনারুল ইসলাম আটক হয়েছে। সোমবার ভোরে শ্যামনগর উপজেলার চুনকুড়ি এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটক আনারুল ইসলাম আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের সহিল উদ্দিনের ছেলে। খুলনায় অস্ত্রসহ ৫ জলদস্যু আটক স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দাকোপ উপজেলার পানখালি ফেরিঘাট এলাকা থেকে জলদস্যু শামসু বাহিনীর ৫ সদস্যকে ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব। রবিবার রাত সাড়ে ১২টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ ৫ জলদস্যুকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে নগরীর লবণচরায় র‌্যাব-৬ খুলনার সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো, রাইফুল ইসলাম রাজু, এনায়েত হোসেন, মিজানুর রহমান মিজান ও আনোয়ার শেখকে গ্রেফতার এবং ৩টি একনলা বন্দুক, একটি পাইপ গান ও একটি গাদা বন্দুক এবং ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা জলদস্যু শামসু বাহিনীর সদস্য। তারা ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। বাল্য বিয়েমুক্ত ঘোষণা নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২৩ জানুয়ারি ॥ সোমবার একযোগে ১১ উপজেলার ২৯৯ ভেন্যু থেকে সুনামগঞ্জকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। শহিদ আবুল হেসেন মিলনায়তনে এই ঘোষণা করেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমেদ। জেলা প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জের প্রতিটি উপজেলায় একসঙ্গে ১ লাখ ১৪ হাজার ৩২৩ ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার তিন লক্ষাধিক জনগণ একযোগে লালকার্ড দেখায়। সুনামগঞ্জ জেলা প্রশাসন ২০১৬ সালের ১৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণার যাত্রা শুরু করে হয় ছাতক উপজেলা থেকে। একে একে বাকি ১০ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত হিসেবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে গত বছরের ২৯ সেপ্টেম্বর তাহিরপুর উপজেলায় ১৫ হাজার ৮২৩ শিক্ষার্থীর উপস্থিতিতে এই ঘোষণার মধ্য দিয়ে বাল্য বিবাহকে ‘লাল কার্ড’ প্রদর্শন করা হয়। উপজেলা সদরের এসব অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, জিও এনজিও এর কর্মকর্তা কর্মচারীর উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এর আগে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়। অন-লাইনে জুয়া! এক মাসের সাজা নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৩ জানুয়ারি ॥ অন-লাইনে জুয়া খেলার অপরাধে চট্টগ্রামের পটিয়ায় আন্তর্জাতিক জুয়াড়িকে এক মাসের বিনাশ্রম সাজা দেয়া হয়েছে। তার নাম ইসমাইল। সে উপজেলার পশ্চিম শিকলবাহা ইউনিয়নের আবদুর রহমানের ছেলে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আ.ন.ম. বদরুদ্দোজা এই সাজা দেন। পটিয়া থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন আন্তর্জাতিক এই জুয়াড়িকে গ্রেফতার করেন। বালু উত্তোলন বন্ধে মানববন্ধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় কৃষি জমি ও জনবসতি বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন বসুরচর গ্রাম সংলগ্ন খালের পাড়ে বসুরচর, কদমতলী ও নতুন বসুরচর এই তিনটি গ্রামের জনগণ এ মানববন্ধনে অংশ নেন। এলাকাবাসী জানান, অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে এই তিন গ্রামের ফসলি জমিতে ভাঙ্গন ধরেছে। এবং তিনটি জনবসতি গ্রাম ভাঙ্গনে এখন হুমকির মুখে। এলাকাবাসী আরও জানান গেল চার মাস ধরে একটি প্রভাবশালী মহল খাল থেকে অবাধে বালু কেটে নেবার ফলে তাদের আট শতাধিক বসত ঘর এখন ঝুঁকির মুখে এবং দেড় শত বিঘা ফসলি জমির মধ্যে অধিকাংশই দেবে গেছে। অচিরেই এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে পুরোপুরিভাবে তিনটি গ্রাম বিলীন হয়ে যাবার আশঙ্কা করছেন তাঁরা। ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৩ জানুয়ারি ॥ কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে আনোয়ারা খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে বলুহর গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ারা খাতুন কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের মনু মিয়ার স্ত্রী। পুলিশ জানান, সকালের দিকে আনোয়ারা খাতুন ট্রেন লাইনের পাশে খড়ি কুড়াচ্ছিলেন। তিনি কানে কম শুনতেন। হঠাৎ ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। মোহনগঞ্জে প্রতিষ্ঠানকে জরিমানা নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২৩ জানুয়ারি ॥ মোহনগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সোমবার বিকেলে পাঁচটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নেত্রকোনা জেলা শাখার সহকারী পরিচালক ইব্রাহিম হোসেন এ জরিমানা আদায় করেন।
×