ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মির্জা বেহরুজ ইস্পাহানির ইন্তেকাল

প্রকাশিত: ০৬:০৩, ২৪ জানুয়ারি ২০১৭

মির্জা বেহরুজ ইস্পাহানির ইন্তেকাল

বিডিনিউজ ॥ দেশের অন্যতম পুরনো ব্যবসায়ী প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা আলী বেহরুজ ইস্পাহানি মারা গেছেন। ইংরেজী দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ভোর সাড়ে ৫টায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলী বেহরুজ ইস্পাহানি। চা, টেক্সটাইল, খাদ্য, পাট, শিপিংসহ বিভিন্ন খাতে প্রায় দুই শ’ বছর ধরে ব্যবসা চালিয়ে আসা এমএম ইস্পাহানি গ্রুপ ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসেরও অংশীদার। পত্রিকাটি জানিয়েছে, সোমবার আছরের পর গুলশান আজাদ মসজিদ ও মাগরিবের পর পুরান ঢাকার হোসেনী দালানে আলী বেহরুজ ইস্পাহানির দুই দফা জানাজা হয়। দেশের অন্যতম পুরনো পুঁজিপতি পরিবার ইস্পাহানি পরিবারের উত্তরসূরি আলী বেহরুজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য ও মাইডাসের পরিচালক ছিলেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা আলী বেহরুজ ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, ইস্পাহানি পাবলিক স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন। ভারতীয় উপমহাদেশে এমএম ইস্পাহানি চায়ের জন্য বিখ্যাত হলেও তাদের ব্যবসা ছড়িয়ে আছে নানা খাতে। বর্তমানে প্রায় দশ হাজার মানুষ কাজ করছে এ কোম্পানিতে। প্রধানমন্ত্রীর শোক ॥ বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যতম শিল্প গ্রুপ এমএম ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মির্জা আলী বেহরুজ ইস্পাহানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী দেশের ব্যবসা ও বাণিজ্য খাতের বিকাশে ইস্পাহানি গ্রুপের ব্যাপক অবদানের কথা গভীরভাবে স্মরণ করেন। শেখ হাসিনা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
×