ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বেনাপোল বন্দরে আমদানি বাণিজ্য সচল

প্রকাশিত: ০৪:০৪, ২৩ জানুয়ারি ২০১৭

বেনাপোল বন্দরে আমদানি বাণিজ্য সচল

ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার হওয়ায় পুনরায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য সচল হয়েছে। ফলে বিভিন্ন পণ্য নিয়ে আটকে পড়া ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। রবিবার সকাল ১০টায় ব্যবসায়ীদের সঙ্গে কাস্টমসের সমঝোতামূলক আলোচনায় এ পথে বাণিজ্য স্বাভাবিক হয়। এ প্রসঙ্গে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা তিতুমীর আহম্মেদ জানান, ধর্মঘট প্রত্যাহারে এ পথে সকাল থেকে আমদানি বাণিজ্য শুরু হয়েছে। রফতানি বাণিজ্যও চলছে বলে জানান তিনি। বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, দ্রুত আমদানি পণ্য খালাস করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য, শনিবার ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা বাণিজ্যিক কাজ সম্পাদনে কাস্টমস ও বন্দরের জটিলতার অভিযোগ এনে ধর্মঘটের ডাক দেয়। -অর্থনৈতিক রিপোর্টার
×