ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংসদ বসছে আজ ॥ ভাষণ দেবেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৫:৫১, ২২ জানুয়ারি ২০১৭

সংসদ বসছে আজ ॥ ভাষণ দেবেন রাষ্ট্রপতি

সংসদ রিপোর্টার ॥ নতুন বছরে জাতীয় সংসদের প্রথম শীতকালীন অধিবেশন আজ রবিবার বসছে। এটি হবে দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। বিকেল ৪টায় শুরু হতে যাওয়া এই অধিবেশনে সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ অধিবেশন মুলতবি করা হবে। সাধারণত বছরের শুরুর অধিবেশনের দিন এরকম ঘটলেও এবার কিছুটা ব্যতিক্রম হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলমান সংসদের কোন সদস্যের মৃত্যু হলে অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণের পর রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি হয়। সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের মৃত্যুতে আজ অধিবেশনে প্রথমেই শোক প্রস্তাব গ্রহণ করা হবে। রাষ্ট্রপতির ভাষণ সাংবিধানিক নিয়ম। তাই শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি হবে। সন্ধ্যা ছয়টায় ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এদিকে অধিবেশন শুরুর আগে বিকেল ৩টায় সংসদের কার্যক্রম ঠিক করতে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসবে সংসদের কার্যোপদেষ্টা কমিটি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলের নেতা রওশন এরশাদসহ কমিটির অন্যান্য সদস্য এ বৈঠকে অংশ নেবেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা থাকায় প্রতিবছরের ন্যায় এবারের শীতকালীন অধিবেশনও হবে দীর্ঘ। দুই মাসেরও বেশি সময় ধরে চলতে পারে এ অধিবেশন। অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা ছাড়াও বহুল আলোচিত ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬’ শীর্ষক বিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে। সংসদ অধিবেশন সামনে রেখে পুরো এলাকায় ইতোমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের উত্তর প্লাজা দিয়ে আইন সভায় প্রবেশ করবেন, যা ‘প্রেসিডেন্ট প্লাজা’ নামেও পরিচিত। ৬৫ হাজার বর্গফুটের এই জায়গা মূলত রাষ্ট্রপতির প্রবেশের জন্য তৈরি। প্রায় ৫ বছর পর ২০১৪ সালের ২৯ জানুয়ারি এখান দিয়ে সংসদে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এর আগে ২০০৯ সালের ২৫ জানুয়ারি এই জায়গা দিয়ে সংসদে ঢোকেন তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। ওইদিন নবম জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছিল। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে পুরো নর্থ প্লাজায় সাজসজ্জার কাজ করা হয়েছে। রাষ্ট্রপতি সংসদে ঢোকার সময় সশস্ত্র বাহিনীর একটি বাদকদল রাষ্ট্রপতিকে সম্ভাষণ জানাবে। উত্তর প্লাজার ফ্লাগ স্ট্যান্ড থেকে তিনতলার ‘বিশেষ লিফট’ পর্যন্ত বিছানো হয়েছে লাল গালিচা। বিশেষ এই লিফটে করেই সংসদ ভবনে সাত তলায় রাষ্ট্রপতির কার্যালয়ে যাবেন আবদুল হামিদ। অধিবেশনে প্রবেশমাত্রই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। এরপর স্পীকারের পাশে রাখা ডায়াসে দাঁড়িয়েই রাষ্ট্রপতি তাঁর ভাষণ দিতে পারেন বলে জানা গেছে। উল্লেখ্য, সংসদের ত্রয়োদশ অধিবেশন গত ৪ ডিসেম্বর শুরু ও ৮ ডিসেম্বর শেষ হয়। আর ২০১৬ সালের ২০ জানুয়ারি ওই বছরের প্রথম অধিবেশন শুরু হয়। বিদায়ী বছরে সংসদের ৫টি অধিবেশনে প্রায় ৫০টি বিল পাস হয়েছে। এই বছরে সংসদ অধিবেশনে যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনীদের সম্পদ বাজেয়াপ্ত এবং এরশাদ-জিয়া ও মোশতাকের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×