ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ন্যাটোর সক্ষমতা বাড়াতে ও আধুনিকায়নে কাজ চলছে

প্রকাশিত: ০৩:৩৮, ২২ জানুয়ারি ২০১৭

ন্যাটোর সক্ষমতা  বাড়াতে ও আধুনিকায়নে কাজ চলছে

নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সিনিয়র এক জেনারেল ডেনিস মার্সিয়ার বলেছেন, জোটের অংশবিশেষ সেকেলে ছিল। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সমালোচনার পর তিনি এ মন্তব্য করে আরও বলেন, জোটের সক্ষমতা বাড়াতে ও আধুনিকায়নে কাজ চলছে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। ফরাসী বিমান বাহিনীর জেনারেল মার্সিয়ার বলেন, ন্যাটোতে বিভিন্ন বিষয় অভিযোজন এবং কমান্ড কাঠামো পুনঃসংস্কার করা হচ্ছে। পাশাপাশি জোট তার অংশীদারিত্বের কর্মসূচী নিয়ে কাজ করছে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা যাতে আরও বাড়ানো যায়। জোটের আধুনিকায়নে দায়িত্বরত কমান্ডের নেতৃত্ব দিচ্ছেন জেনারেল মার্সিয়ার। তিনি জোটের সবচেয়ে সিনিয়র ফরাসী জেনারেল। তিনি বলেন, কৌশলগত পটভূমির কারণে ন্যাটো পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে। আমাদের কিছু অবকাঠামো রয়েছে, যেগুলো সেকেলে।
×