ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৩:৩৫, ২২ জানুয়ারি ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আলোচিত সপ্তাহে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক বেড়েছে ১৯১ দশমিক ১৯ পয়েন্ট। এদিকে সপ্তাহজুড়ে লেনদেনেরও ব্যাপক উত্থান ছিল। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২৫ দশমিক ৭৫ শতাংশ লেনদেন বেড়েছে। জানা গেছে, গত সপ্তাহে ৮ হাজার ৯৭৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ৭ হাজার ১৪০ কোটি ২৫ লাখ টাকা। সে হিসাবে আলোচিত সপ্তাহে লেনদেন বেড়েছে এক হাজার ৮৩৮ কোটি ৩৭ লাখ টাকা বা ২৬ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৬ দশমিক ২৫ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ৪ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে দশমিক ৪৪ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ২৭ শতাংশ। ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক বেড়েছে ৩ দশমিক ৫৮ শতাংশ বা ১৯১ দশমিক ১৯ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ৮৩ শতাংশ বা ৭৩ দশমিক ২০ পয়েন্ট। অপরদিকে, শরিয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ২ দশমিক ৬২ শতাংশ বা ৩২ দশমিক ৫৪ পয়েন্ট। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৩টি কোম্পানির আর দর কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির। এছাড়া লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বেক্সিমকো, বারাকা পাওয়ার, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ইফাদ অটোস, এ্যাপোলো ইস্পাত, ন্যাশনাল ব্যাংক, আরএকে সিরামিক, লাফার্জ সুরমা সিমেন্ট ও কেয়া কসমেটিকস। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ বারাকা পাওয়ার, ইবনে সিনা, সেন্ট্রাল ফার্মা, সিটি ব্যাংক, ন্যাশনাল পলিমার, ড্রাগন সোয়েটার, ১ম জনতা মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড, ইসলামী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ ইমাম বাটন, ন্যাশনাল টি, রতনপুর স্টিল মিলস লিমিটেড, এমারেল্ড ওয়েল, দুলা মিয়া কটন, ন্যাশনাল টিউবস, পেনিনসুলা চট্টগ্রাম, ফারইস্ট নিটিং, সমতা লেদার ও জনতা ইন্স্যুরেন্স।
×