ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি নির্মল, সম্পাদক জহিরুল

প্রকাশিত: ০৬:১৯, ২০ জানুয়ারি ২০১৭

পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি নির্মল, সম্পাদক জহিরুল

স্টাফ রিপোর্টার ॥ নির্মল চন্দ্র সিকদার সভাপতি ও এ এম জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির নির্মল চন্দ্র সিকদার-এ এম জহিরুল ইসলাম প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ২ বছরের জন্য নির্বাচিত কর্মকর্তারা হলেন সভাপতি নির্মল চন্দ্র সিকদার, সহ-সভাপতি মোঃ হাফিজ আহম্মেদ সিদ্দিকী, প্রকৌশলী মোঃ মাহবুব আলী, তাপস কান্তি দে, মোঃ শহিদুল ইসলাম, ড. মোঃ ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক এ এম জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ জিন্দার হোসেন খান, ড. এম এম নাজমুল হক, মোঃ নাজমুল হান্নান, মোহাম্মদ মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ খান ইউসুফজী, তছলিম উদ্দিন, মোঃ শাহনেওয়াজ খাঁন, মোঃ জাহেদুর রহমান, মোঃ মাহাবুবুর রহমান, অর্থ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুল আলম, প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. মোঃ শাহ আলম মজুমদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ হেদায়েতুল ইসলাম, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ শাহরিয়ার আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ছাইফুল ইসলাম, চাকরি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মান্নান মিয়া, দফতর ও পাঠাগার সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক নিগার সুলতানা। জঙ্গীবিরোধী অভিযান মামলার তদন্ত রিপোর্ট জমার সময় ফের বাড়ল স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কল্যাণপুরে জঙ্গীবিরোধী অভিযানের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে আদালত। এ নিয়ে চতুর্থবারের মতো সময় বাড়ানো হলো। কোর্ট রিপোর্টার জানান, বৃহস্পতিবার মামলাটির তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ছিল। প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম সাজ্জাদুর রহমান প্রতিবেদন জমা দেয়ার জন্য আগামী ১ মার্চ নতুন দিন ধার্য করেন। ইতোমধ্যেই বাড়িটি জঙ্গীদের কাছে ভাড়া দেয়ার ক্ষেত্রে তথ্য গোপন ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা অপর মামলাটির অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেয়া ওই অভিযোগপত্রে বাড়ির মালিক হাজী মোঃ আতাহার উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
×