ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সরকারী ১৪ প্রতিষ্ঠানের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন

প্রকাশিত: ০৮:৫৬, ১৯ জানুয়ারি ২০১৭

সরকারী ১৪ প্রতিষ্ঠানের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন

স্টাফ রিপোর্টার ॥ সরকারী ১৪ প্রতিষ্ঠানের দুনীতি অনুসন্ধানে টিম গঠন করেছে দুদক। বুধবার বিকেলে কমিশনের নির্ধারিত বৈঠকে এ ১৪ প্রতিষ্ঠানের দুর্নীতি অনুসন্ধানে ১৪ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, সরকারী যে ১৪ প্রতিষ্ঠানের দুর্নীতি অনুসন্ধানে দুদক কমিটি গঠন করেছে সেগুলো হচ্ছে তিতাস গ্যাস, বাংলাদেশ রেলওয়ে, সড়ক ও জনপথ অধিদফতর, গণপূর্ত অধিদফতর, সিভিল এভিয়েশন, বাংলাদেশ বিমান, কাস্টমস্ ভ্যাট এক্সাসাইজ, আয়কর অধিদফতর, বিআইডব্লিউটি, বিআইডব্লিউটিসি, বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ, মহাহিসাব নিরীক্ষক অফিস (এজি অফিস), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ওয়াসা ও ঢাকার সব সাব রেজিস্ট্রার অফিস। জানা যায়, দুদক ১৪টিম গঠনের বিষয়টি অনুমোদন দিয়েছে। একজন পরিচালককে প্রধান করে তিন সদস্যের পৃথক পৃথক এ টিমগুলো গঠন করা হয়েছে। এ টিমগুলো ১৪টি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম মনিটরিং করবে। এছাড়া সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ পেলে তা অনুসন্ধান করবে। শুধু তাই নয়, দুর্নীতির প্রাথমিক তথ্যের প্রমাণ পেলে সেটি তদন্ত করে মামলাও করবে এ টিম। এসব টিম গঠনের বিষয়ে দুদক সূত্র জানায়, সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রাহকরা সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হচ্ছেন। এছাড়া দুদকে এ বিষয় নিয়ে একটি অভিযোগ রয়েছে। এরই ভিত্তিতে কমিশন বুধবার দুর্নীতি রোধে ১৪টি টিম গঠন করেছে। এছাড়া দুদকের মহাপরিচালকের (বিশেষ তদন্ত) সার্বিক তত্ত্বাবধানে টিমগুলো পরিচালিত হবে। টিমগুলো ১৪ প্রতিষ্ঠানের নিয়ম-নীতি, সেবাসহ বিভিন্ন বৈশিষ্ট্য খতিয়ে দেখবে। জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দুর্নীতির উৎস ও কারণ চিহ্নিত করা, দুর্নীতি বন্ধে কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে কীভাবে দুর্নীতিরোধ করা যায় সে বিষয়েও সুপারিশ করবে এসব টিম। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির কোন অভিযোগ পাওয়া গেলে তবে তা অনুসন্ধানের অনুমতি, সুপারিশসহ কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে এ ১৪টি টিম।
×