ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তবু সম্ভাবনার স্বপ্ন কোচ হাতুরার

প্রকাশিত: ০৬:১৫, ১৯ জানুয়ারি ২০১৭

তবু সম্ভাবনার স্বপ্ন কোচ হাতুরার

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে যেভাবে হেরেছে বাংলাদেশ দল, তাতে হতাশা ঘিরে ধরেছে। হারের ক্ষত সবারই আছে। দ্বিতীয় টেস্টের আগেতো দলে চোট সমস্যাও বেড়ে গেছে। এমন মুহূর্তে কী প্রথম টেস্টের হতাশার স্মৃতি দূর করে দ্বিতীয় টেস্টে লড়াই করা সম্ভব? বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে বলেছেন, ‘লড়াইয়ে ফেরা অসম্ভব নয়।’ সঙ্গে যোগ করেছেন, ‘সময়ই বলবে আমরা সেটা পারব কিনা। তবে আমাদের সব চেষ্টা ও পরিকল্পনা নিজেদের ফিরে পাওয়ার লক্ষ্যেই।’ মুশফিকুর রহীমের বুড়ো আঙ্গুলের ব্যথা ঠিক হয়নি। দ্বিতীয় ইনিংসে যে হেলমেটে বল লেগে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হাসপাতালে যান, চিকিৎসকরা জানিয়ে দেন বিশ্রামে থাকতে হবে। কিন্তু মুশফিক কী সেই বারণ শুনবেন? মাঠে নামলেও কী শতভাগ উজাড় করে দিতে পারবেন? ওপেনার ইমরুল কায়েসের উরুতে আছে সমস্যা। উরুর পেশিতে আছে ‘ছোট্ট টিয়ার’। খেলার সম্ভাবনা দ্বিতীয় টেস্টে নেই বললেই চলে। তামিম ইকবালের বাঁ হাতের বুড়ো আঙ্গুলের চোট এখনও আছে। তা নিয়েই তামিমকে খেলতে হবে। সর্বশেষ প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় বুকে বল লেগে পাঁজরে ব্যথা পেয়েছেন মুমিনুল হক। তারও খেলা নিয়ে কোন সংশয় নেই। কিন্তু ব্যথা থাকা অবস্থায় কী পরিপূর্ণ মনোযোগ দিয়ে ব্যাট করা সম্ভব? মুশফিক, ইমরুল, তামিম ও মুমিনুলের ইনজুরিগুলোই যেন দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ দলের সবচেয়ে ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ভাবনাগুলো দ্বিতীয় টেস্টের একাদশেও প্রভাব ফেলছে। যা দলকে বিপদে ফেলতে পারে। হাতুরাসিংহে আবার বুধবার ক্রাইস্টচার্চের হাগলি ওভালের উইকেট ভালভাবে পরখও করেছেন। তার কাছে মনে হয়েছে বোলারদের জন্য সুবিধাজনক উইকেট। তাইতো বলেছেন, ‘এ উইকেটে যে দল টস জিতবে তারা প্রথম বল হাতে নেবে। টসে জিতলে আমাদের বোলারদেরও তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’ ঠা-া আর বাতাস দুটিই আবার বাংলাদেশ দলকে ক্রাইস্টচার্চে ভোগাতে পারে। হাতুরাসিংহে আবহাওয়াকে অযুহাত হিসেবে দাঁড় করানোর পক্ষপাতি নন, ‘পরিবেশের তো একটা প্রভাব থাকবেই। কিন্তু এটি কোন অযুহাত হতে পারে না। এখানকার দলগুলো অনেক গরম আবহাওয়ার মধ্যে উপমহাদেশে খেলতে যায়।’ প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা দারুণ বোলিং করেছেন। দ্বিতীয় ইনিংসে গিয়েই সব এলোমেলো হয়ে যায়। তাতে প্রথম টেস্টে ৭ উইকেটে হারে বাংলাদেশ দল। আর এই হারে ব্যাটসম্যানদের দোষই দেখেছেন হাতুরাসিংহে, ‘প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা অবিস্মরণীয় দায়িত্ব পালন করেছে। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেটা পারেনি। আমি কাউকে ব্যক্তিগতভাবে দোষ দেব না। শুধু বলব দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেনি।’ ওয়েলিংটন টেস্টে দুই ইনিংসে বাংলাদেশের বোলাররা বল করেছেন ১৮৮ ওভার। লম্বা সময় ধরে বোলিং করায় স্বাভাবিকভাবেই ক্লান্তি এসে পড়ার কথা। তাও আবার বাংলাদেশের কোন পেসারই টেস্টে অভিজ্ঞ ছিলেন না। তাসকিন আহমেদ ও শুভাশীষ রায়ের অভিষেক হয়েছে। কামরুল ইসলাম রাব্বি দ্বিতীয় টেস্ট সিরিজ খেলেছেন। ক্লান্তির ছাপ পড়াটাই স্বাভাবিক। কোচ শুরুতে বোলারদের প্রশংসা করেছেন, ‘১৪৮ ওভারেরও বেশি সময় ধরে বোলাররা অনেক ভাল বল করেছে। তারা অনেক সুযোগ তৈরি করেছিল।’ তবে এটাই তাদের কাজ বলেও জানিয়ে দিয়েছেন, ‘এটাই তাদের কাজ। এ জন্যই তাদের তৈরি করা হয়েছে।’ রাব্বির প্রশংসাও করেছেন কোচ, ‘সে (রাব্বি) অনেক ভাল বল করেছে।’ রাব্বির সঙ্গে মুশফিক ও ইমরুলের ভূয়সী প্রশংসাও করেছেন হাতুরাসিংহে। বলেছেন, ‘অনেক সাহসের পরিচয় দিয়েছে ওরা (মুশফিক ও ইমরুল)। একবার স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর ইমরুলের নতুন করে ব্যাট করতে নামা, বুড়ো আঙ্গুলের চোট নিয়েও মুশফিকের ব্যাটিং করার সাহস দেখান, এগুলো প্রমাণ করে তারা দেশের জন্য কতটা নিবেদিতপ্রাণ।’
×