ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে হালকা ঘড়ি

প্রকাশিত: ০৫:৫৩, ১৯ জানুয়ারি ২০১৭

বিশ্বের সবচেয়ে হালকা ঘড়ি

বিশ্বের সবচেয়ে হালকা হাতঘড়ি তৈরি করেছে ব্রিটিশ গবেষকরা। দ্য আর এম ৫০-০৩’ নামের এই ঘড়ির ওজন মাত্র ৪০ গ্রাম। গত সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এই ঘড়ি প্রথমবারের মতো প্রদর্শন করা হয়। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের এই গবেষক দল এটি তৈরিতে গ্রাফিন নামের এক বিশেষ উপাদান ব্যবহার করেছেন। ২০০৪ সালে যুক্তরাজ্যে প্রথম উদ্ভাবিত উপাদান গ্রাফিন হচ্ছে এ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে পাতলা পদার্থ। নমনীয় ও শক্ত হওয়ার কারণে ইলেকট্রনিক পণ্য থেকে শুরু করে মেডিক্যালের বিভিন্ন যন্ত্রপাতিতেও এটি ব্যবহৃত হচ্ছে। বিশ্বের সবচেয়ে পাতলা ঘড়িতে গ্রাফিন ব্যবহৃত হওয়ায় অন্যান্য ক্ষেত্রেও এর ব্যবহার বাড়বে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। ম্যানচেস্টার কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ঘড়ি নির্মাতা ব্র্যান্ড রিচার্ড মিলি ও ম্যাকলারেন এফওয়ানের সঙ্গে যৌথভাবে বিশ্বের সবচেয়ে হালকা যান্ত্রিক ঘড়ি তৈরি করা হয়েছে। ঘড়িটিতে গ্রাফিন ব্যবহার করায় এটি হালকা হলেও মজবুত হয়েছে। গ্রাফিন নামের পদার্থটি অত্যন্ত পাতলা। স্বচ্ছ কাচের মতো। কিন্তু এটি ইস্পাতের চেয়ে এক শ’গুণ শক্ত। পাশাপাশি এই পদার্থ তাপ ও বিদ্যুতপরিবাহী। এটি অদূর ভবিষ্যতে বিশ্বকে আমূল বদলে দিতে যাচ্ছে বলেই মনে করছেন গবেষকরা।-টেক স্পট ইন্ডিয়া অবলম্বনে।
×