ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বাউল সাধক রশিদ উদ্দিন স্মরণোৎসব

প্রকাশিত: ০৪:০৮, ১৯ জানুয়ারি ২০১৭

বাউল সাধক রশিদ উদ্দিন স্মরণোৎসব

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নেত্রকোনার কিংবিদন্তি বাউল সাধক রশিদ উদ্দিনের ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে বাউল রশিদ উদ্দিন স্মরণোৎসব অনুষ্ঠিত হবে। ‘বাউল তরী’ নামে একটি লোকজ শিল্প-সংস্কৃতি সংগঠন এ উৎসবের আয়োজন করছে। উৎসবে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও বাউল গান পরিবেশন করবেন শিল্পীরা। আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা মুহঃ আবদুল হান্নান খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান। সভাপতিত্ব করবেন নেত্রকোনা-১ আসনের এমপি ছবি বিশ্বাস। উৎসবে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ৭জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, গবেষক ও সাংবাদিককে রশিদ উদ্দিন পদক প্রদান করা হবে। উৎসবে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ৭ বিশিষ্ট ব্যক্তিকে বাউল কবি রশিদ উদ্দিন পুরস্কার প্রদান করা হবে। তারা হলেনÑ শিক্ষাবিদ গোলাম মোস্তফা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, বাউল শিল্পী আবু আনসার কালা মিয়া, আবুল বাশার, সমাজ সেবক অর্পিতা খানম সুমি, কবি ও গবেষক সুজন হাজং এবং জনকণ্ঠের সাংবাদিক সঞ্জয় সরকার। এর আগের দিন ২২ জানুয়ারি রবিবার বাউল তরীর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।
×