ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা ও সুযোগ বাড়াতে হবে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৮:৩২, ১৭ জানুয়ারি ২০১৭

শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা ও সুযোগ বাড়াতে হবে ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার চর্চা ও সুযোগ বাড়াতে হবে। খেলাধুলাকে শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করে দেখতে হবে। কারণ, খেলাধুলা ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য জরুরী। তবে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ নেই, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অন্তরায়। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার চর্চা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যথাযথ শারীরিক ও মানসিক বিকাশ না হলে কর্মক্ষেত্রে সফল হওয়া যায় না। তিনি বলেন, স্কুল পর্যায়ের এ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেক ক্রীড়াবিদ তৈরি হচ্ছে। এদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরি হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান অনুষ্ঠানের সভাপতিত্বে করেন।
×