ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ম্যাক্স হাসপাতাল

সর্বাধুনিক থ্রি টেসলা এমআরআই এখন চট্টগ্রামে

প্রকাশিত: ০৬:৩৫, ১৭ জানুয়ারি ২০১৭

সর্বাধুনিক থ্রি টেসলা এমআরআই এখন চট্টগ্রামে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ম্যাক্স হসপিটাল ও ম্যাক্স ডায়াগনসিস কর্তৃপক্ষ চিকিৎসা ব্যবস্থায় যুক্ত করল বিশ্বের সর্বাধুনিক ‘থ্রি-টেসলা’ এমআরআই। দেশের অন্যান্য হাসপাতালে এ জাতীয় প্রযুক্তি থাকলেও এটি উন্নত বিশ্বের লেটেস্ট প্রযুক্তি সংবলিত এই প্রথম এই হাসপাতাল যাত্রা শুরু করল। সোমবার সর্বাধুনিক এ প্রযুক্তি সংবলিত এই চিকিৎসা ব্যবস্থার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ উপলক্ষে নগরীর এক হোটেলে দুপুরে আয়োজন করা হয় চিকিৎসা জগতের খ্যাতিমান বিপুলসংখ্যক চিকিৎসক ও সাংবাদিকদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান। সর্বাধুনিক এই এমআরআই নিয়ে চিকিৎসা ব্যবস্থায় রোগীদের কখনও ভীতিকর পরিস্থিতিতে ফেলবে না বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। লেটেস্ট প্রযুক্তির এ এমআরআই’র বিশেষত্ব হচ্ছে সাধারণ এমআরআই’র মতো এ ক্ষেত্রে অতিরিক্ত শব্দের কোন যন্ত্রণা থাকবে না। বরং রোগীদের ভীতি কাটাতে রয়েছে বিশেষ মাল্টিমিডিয়া ব্যবস্থা। এতে রোগীর এমআরআই চলাকালে ভিডিও, মুভি বা কার্টুন উপভোগ করতে পারবেন। এতে যে কোন রোগী ভীতিকর পরিস্থিতির বদলে নিজেকে উপভোগ্য পরিস্থিতিকে আলিঙ্গন করবেন। ম্যাক্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ লিয়াকত আলী খান অনুষ্ঠানে জানান, প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে সর্বাধুনিক এই ‘থ্রি-টেসলা’ এমআরআই সিস্টেম প্রতিষ্ঠা করা হয়েছে। এ প্রক্রিয়াটি একটি ইউনিভার্সাল স্টুডিও দাবি করে তিনি জানান, এর মধ্যে মুভি বা কার্টুন দেখা যাবে ডায়াগনসিস চলাকালে। ফলে রোগীর মনেই হবে না যে তিনি একটি টানেলের মধ্যে আছেন। বরং মনে হবে যেন তিনি একটি মুভি হলে বসে মুভি দেখছেন। এর মাধ্যমে নিউরো ইনভেস্টিগেশনের নিউরো এবং স্পাইনের সবকিছু, ফ্যাট কোয়ান্টিফিকেশন করা যাবে। এলকোহলিক, নন এলকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ডায়াগনসিস, যাদের বাইপাস সার্জারি হবে তাদের পরীক্ষাসহ বিভিন্ন জাতের ক্যান্সারের রোগ নির্ণয়ের এমআরআই সম্পন্ন হবে। প্রধান অতিথি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল সায়েন্সের দিক থেকে এখনও অনেক পিছিয়ে। তবে ইদানিং আমরা একটু একটু করে এগোচ্ছি।’ তিনি বলেন, ‘রোগীরা আগে অনেকেই বিদেশ যেতেন। কিন্তু এখন ঢাকায় কিছু প্রতিষ্ঠান হয়েছে। ফলে বিদেশ যাওয়ার সংখ্যা কমেছে। কিন্তু এখন চট্টগ্রাম থেকে অনেকে ঢাকা যায়। চট্টগ্রামে যদি ওই ধরনের সুযোগ-সুবিধা থাকত তবে মানুষ ঢাকায় যেত না। মানুষ কেন যাচ্ছে সে প্রশ্ন করা যাবে না। বরং না যাওয়ার যে পরিবেশ সেটি আমাদের নিশ্চিত করতে হবে। আর তেমন হলে চট্টগ্রামের থেকে রোগীদের ঢাকা যাওয়ার প্রবণতা কমে যাবে।’ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ম্যাক্স হাসপাতালের চেয়ারম্যান শিব শংকর শাহা। এছাড়া আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুচ ছালাম, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সভাপতি প্রফেসর ডাঃ মজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডাঃ ফয়সাল ইকবাল চৌধুরী, চমেক অধ্যক্ষ সেলিম মোঃ জাহাঙ্গীর, সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিক প্রমুখ।
×