ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নারায়গঞ্জের সাত খুনের মামলার রায়ে জনগণ সন্তুষ্ট ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ২২:১০, ১৬ জানুয়ারি ২০১৭

নারায়গঞ্জের সাত খুনের মামলার রায়ে জনগণ সন্তুষ্ট ॥ আইনমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ নারায়গঞ্জের সাত খুনের মামলায় রায়ে জনগণ সন্তুষ্ট হবে বলে আশা প্রকাশ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ‘এই ঘৃণ্য অপরাধে যে একটা ভীতির সৃষ্টি হয়েছিল সেই ভীতি দূর হবে।’ সচিবালয়ে সোমবার (১৬ জানুয়ারি) নিজ দফতরে রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এ কথা বলেন। নারায়গঞ্জের সাত খুনের মামলায় নূর হোসেন ও র্যাব-১১ এর সাবেক কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল সাঈদ তারেকসহ ২৬ জনের ফাঁসি ও বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই রায় দেন। আইনমন্ত্রী বলেন, ‘যারা এ ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত এর সাক্ষ্য-প্রমাণ আদালত পেয়েছেন। আমি যতটুকু আইন জানি, যদি হত্যাকাণ্ড প্রমাণিত হয় তাহলে ফাঁসি দেওয়াটা হচ্ছে ফার্স্ট পনিশমেন্ট, মিটিগেশন বা অন্যান্য কারণ দেখানো হলে এটাকে যাবজ্জীবন দেওয়া যায়।’ তিনি বলেন, ‘বিজ্ঞ আদালত এই অপরাধের নৃশংসতা, এই অপরাধের ষড়যন্ত্রের যে ঘৃণ্যতা এইসব বিচার করে ২৬ জনকে ফাঁসি দিয়েছেন ও ৯ জনকে যাবজ্জীবন দিয়েছেন। আমার মনে হয় জনগণ এই রায়ে সন্তুষ্ট হবে এবং এই ঘৃণ্য অপরাধে যে একটা ভীতির সৃষ্টি হয়েছিল সেই ভীতি দূর হবে।’ আনিসুল হক বলেন, ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের ৩৭৪ ধারা অনুযায়ী এটা কনফারমেশনের জন্য হাইকোর্ট বিভাগে যাবে, যখনই কোন মামলায় ফাঁসি দেওয়া হয় সেই ফাঁসি কার্যকর করার আগে অটোম্যাটিক্যালি ফর কনফারমেশন আইনত হাইকোর্ট ডিভিশনে যাবে। সেই পন্থায় এটা হাইকোর্ট ডিভিশনে যাবে। হাইকোর্ট ডিভিশন যদি কনফার্ম করেন তারপর আবার আপিল বিভাগ আছে, সেখানে আপিল করার সুযোগ থাকবে। সেই প্রক্রিয়া শেষ হলে রায় কার্যকর হবে।’ এ সব প্রক্রিয়া সম্পন্ন করতে কোন নির্দিষ্ট সময় আছে কিনা- একজন সাংবাদিক জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সাত দিনের মধ্যে এ মামলার নথিসহ সবকিছু হাইকোর্ট বিভাগে পাঠিয়ে দিতে হবে। এটাই একমাত্র নির্দিষ্ট সময়, এরপর আর কোন নির্দিষ্ট সময় নেই।’ ফাঁসির রায় দেওয়া ২৬ জনের মধ্যে ২৫ জনই র্যাবের সদস্য, এদের দায়িত্ব ছিল জনগণকে রক্ষা করা- বিষয়টিকে কীভাবে দেখছেন একজন সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে যেই অপরাধ করুক, তাকে সুষ্ঠু বিচারের আওতায় এনে তার বিচার করাই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। আমার মনে হয় সেই দায়িত্ব আমরা পালন করতে পেরেছি।’ সুশৃঙ্খল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোগত বড় পরিবর্তন প্রয়োজন আছে বলে মনে করেন কিনা- একজন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘প্রত্যেকটি বাহিনীর জন্য স্ব-স্ব মন্ত্রণালয় দায়িত্বে আছে। তাদের বিবেচনা এখন তারা কি করবেন। এটা আইন মন্ত্রণালয় বলে দিতে পারবে না।’ ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীমকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়। নজরুলের শ্বশুর শহীদুল অভিযোগ তোলেন সাবেক কাউন্সিলর নূর হোসেন অর্থ দিয়ে র্যাবের মাধ্যমে তার জামাতাকে হত্যা করিয়েছে।
×