ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়েলিংটন টেস্ট উল্টো চাপে বাংলাদেশ!

প্রকাশিত: ০৫:৩৬, ১৬ জানুয়ারি ২০১৭

ওয়েলিংটন টেস্ট উল্টো চাপে বাংলাদেশ!

স্পোর্টস রিপোর্টার ॥ চতুর্থদিন শেষে ১২২ রানের লিড সফরকারী বাংলাদেশ দলের। এটি দেখে বোঝার উপায় নেই ওয়েলিংটনের বেসিন রিজার্ভে চলমান প্রথম টেস্টের পরিস্থিতি। নিউজিল্যান্ড ৫৩৯ রানের প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংস শুরু করে ৬৬ রানেই হারিয়েছে ৩ টপঅর্ডারের উইকেট। সমস্যাটা এখানেই। গত নবেম্বরে শেষদিনে সফরকারী পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ধসে পড়েছিল আর দারুণ এক জয় কুড়িয়ে নিয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। বাংলাদেশেরও তেমন পরিস্থিতিতে ফেলা এবং জয় তুলে নেয়ার প্রত্যয় এখন কিউইদের। আজ পঞ্চম ও শেষদিনে তাই ব্যাটসম্যানদের ভাল করার ওপর নির্ভরশীল বাংলাদেশ। ইমরুল কায়েসের ইনজুরি ও আঙ্গুলের ব্যথা নিয়ে ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহীম স্বাভাবিকভাবে ব্যাটিং করতে না পারলে চরম দুর্ভাগ্য নেমে আসার শঙ্কা। তাই ওয়েলিংটন টেস্টে আপাতত উল্টো চাপে বাংলাদেশ। ৩০৩ রানে পিছিয়ে থেকে চতুর্থদিন ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ৩ উইকেটে ২৯২ রান থেকে শুরু করে প্রথম ঘণ্টা নির্বিঘেœ পার করে দেন সেঞ্চুরিয়ান টম লাথাম ও হেনরি নিকোলস। ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি যখন ভাঙ্গে তখন পঞ্চম উইকেটে যোগ হয়েছে ১৪২ রান। সাকিব আল হাসান ৫৩ রান করা নিকোলসকে ফিরিয়ে দেন। কলিন ডি গ্র্যান্ডহোম (১৪) ও লাথাম এরপর দ্রুতই ফিরে গেছেন। লাথাম ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ১৭৭ রান করে সাজঘরে ফেরেন সাকিবের ঘূর্ণিতে এলবিডব্লিউ’র শিকার হয়ে। তবে ১৯৫৩ সালের পর বেসিন রিজার্ভে কোন ওপেনার হিসেবে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন তিনি। দ্রুত তিনটা উইকেট তুলে নিলেও সপ্তম উইকেটে বিজে ওয়াটলিং ও মিচেল স্যান্টনার দারুণ জুটি গড়েন। তাদের ৭৩ রানের জুটিতে বিশাল সংগ্রহের দিকে এগিয়ে যায় কিউইরা। ৪৯ রান করা ওয়াটলিংকে ফেরান মাহমুদুল্লাহ রিয়াদ। দ্রুতই তিনি টিম সাউদির উইকেটও তুলে নেন। একেবারে শেষে ক্যারিয়ারসেরা ৭৩ রান করা (দ্বিতীয় অর্ধশতক) স্যান্টনারকে বোল্ড করে কিউই ইনিংসে যবনিকা টানেন পেসার শুভাশীষ রায়। অভিষেক টেস্টে দুই উইকেট শিকার করেন তিনি। ৩টি উইকেট নেন আরেক পেসার কামরুল ইসলাম রাব্বি। বদলি উইকেটরক্ষক হিসেবে ইমরুল ৫ ক্যাচ লুফে বিশ্বরেকর্ড গড়েন। টেস্ট ইতিহাসে আর কোন বদলি উইকেটরক্ষক এত ক্যাচ ধরতে পারেননি। ৫৩৯ রানে কিউই ইনিংস শেষ হওয়াতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার লিড নেয়ার কৃতিত্ব দেখায় বাংলাদেশ দল। কিউইদের বিরুদ্ধে এটিসহ ১২ টেস্টে এ নিয়ে মাত্র তিনবার প্রথম ইনিংস লিড নিল বাংলাদেশ। ৫৬ রানের লিডে খেলতে নেমে ৪৬ রান পর্যন্ত নির্বিঘœ ছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। কিন্তু বিপত্তি ঘটে ইমরুলের বাম কোমরে টান লাগার পর। তিনি ২ চার ও ১ ছক্কায় ২৪ রান করে ইনিংসের ১৩তম ওভারে মাঠ ছাড়তে বাধ্য হন। দুর্ভাগ্য আর ছন্দপতনের শুরুটা তখনই। এরপর সাজঘরে ফেরেন তামিম ইকবাল (২৫), মাহমুদুল্লাহ রিয়াদ (৫) ও রানআউট হয়ে মেহেদি হাসান মিরাজ (১)। দিনশেষে ৩ উইকেটে ৬৬ রান। ১২২ রানের লিড। আজ পঞ্চম ও শেষদিনে তাই ব্যাটসম্যানদের ওপর গুরুদায়িত্ব। সে দায়িত্ব বর্তেছে ১০ রানে অপরাজিত মুমিনুল হক এবং এখনও ক্রিজে না আসা সাকিব ও সাব্বির রহমানের ওপর। আহত মুশফিককেও স্বাভাবিক খেলতে হবে। দলের বর্তমান পরিস্থিতি নিয়ে অভিষিক্ত পেসার তাসকিন আহমেদ বলেন, ‘পরিস্থিতিটা আমাদের জন্য খুবই কঠিন। কারণ দিনের শেষ মুহূর্তে আমরা কয়েকটি উইকেট হারিয়েছি। তবে আমরা আশা ছেড়ে দেইনি। আগামীকাল (আজ) নতুন একটা দিন হবে। আশা করছি আমাদের ব্যাটসম্যানরা ভাল কিছু করবেন।’ কিন্তু কিউই ওপেনার লাথাম প্রত্যাশায় আছেন জয়ের। তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে গত সিরিজে যেমন হয়েছে, টেস্টে শেষদিনে এমন অনেক বিচিত্র ঘটনা ঘটে। সকালে আমাদের সামনে বড় কাজ রয়েছে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভ ক্রিকেট গ্রাউন্ডের উইকেটটি এখন পুরোদস্তুর ব্যাটিং উইকেট। টেস্টের শেষদিনে এখানে মজার কিছু ঘটতে পারে। টেস্টের পঞ্চমদিনে এখানে যারা লম্বা জুটি করতে পারবে তাদেরই জয়ের সম্ভাবনা থাকবে। আমরা আবার দারুণভাবে ম্যাচে ফিরে এসেছি। বাংলাদেশ দলের লিড এখন মাত্র ১২২। এটাকে তো আমরা আমাদের দারুণভাবে ফিরে আসাই বলব।’
×