ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাঠির আঘাতে স্ত্রী নিহত ॥ স্বামী আটক

প্রকাশিত: ০৬:০০, ১৫ জানুয়ারি ২০১৭

লাঠির আঘাতে স্ত্রী নিহত ॥ স্বামী আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে শনিবার এক নারী পোশাক কর্মী তার স্বামীর লাঠির আঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। নিহতের নাম কবিতা রানী দাস (২৮)। সে নড়াইল জেলা সদরের পোড়া বাদুরী এলাকার বাপ্পি দাসের স্ত্রী। কালিয়াকৈর থানার এসআই শহীদুর রহমান ও নিহতের পরিবার জানায়, বাপ্পি দাস প্রায় ১২ বছর আগে একই থানার বেলাহাটি গ্রামের নির্মল গুপ্ত দাসের মেয়ে কবিতা রানী দাসকে ভালবেসে বিয়ে করে। তাদের সংসারে তুলি দাস (৮) ও তজু দাস (৩) নামের দুইটি সন্তান রয়েছে। বাপ্পি দাস স্ত্রী ও সন্তানদের নিয়ে কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকে। বাপ্পি দাস এলাকায় রাজমিস্ত্রির কাজ করত এবং কবিতা রানী দাস স্থানীয় সাউদার্ন নিট কম্পোজিট কারখানায় চাকরি করত। কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মাঝে দাম্পত্য কলহ চলে আসছিল। শনিবার কারখানা থেকে বের হয়ে দুপুরের খাবারের জন্য বাসায় আসে কবিতা। এ সময় কবিতার সঙ্গে তার স্বামী বাপ্পি দাসের বাকবিত-া শুরু হয়। বাকবি-ার একপর্যায়ে বাপ্পি তার স্ত্রীর মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই কবিতার মৃত্যু হয়। শেরপুরে শ্বাসরোধে নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, দাম্পত্য কলহের জের ধরে শেরপুরের শ্রীবরদীতে গৃহবধূ গোলেছা বেগমকে শ্বাসরোধে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে ঘাতক স্বামী রাশেদ আলী। শনিবার বিকেলে শেরপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট মোমিনুল ইসলাম রাশেদ আলীর স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ করেন। পরে রাশেদ আলীকে কারাগারে প্রেরণ করা হয়। জানা যায়, শুক্রবার বিকেলে শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়নের ধিয়ারচর গ্রামের রাশেদ পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী গোলেছা বেগমকে গলায় গামছা পেঁচিয়ে পেটায়। ওই সময় শ্বাসরোধে বাড়ির উঠানেই গুলেছা বেগম মারা যায়। পরে প্রতিবেশীরা গিয়ে ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে। ওই ঘটনায় রাতে রাশেদ আলীকে আসামি করে শ্রীবরদী থানায় হত্যা মামলা দায়ের হলে গ্রেফতারকৃত রাশেদ স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে। বিনামূল্যে চক্ষু শিবির স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে বিনামূল্যে চক্ষু শিবির হয়েছে। উপজেলার পাথরঘাটা উদয়ন সমাজ কল্যাণ সমিতির আয়োজনে শনিবার দিনব্যাপী এই চক্ষু শিবিরে ৭ শতাধিক রোগীর চিকিৎসা দেয়া হয়। ঢাকা লায়ন্স ক্লাব অব মতিঝিল ও আগারগাঁও লায়ন চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা লায়ন্স ক্লাবের লায়ন মোঃ জোনায়েদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন লায়ন ওয়াহিদুজ্জামান বাবর ও মোহাম্মদ জাহিদুল আলম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পাথরঘাটা উদয়ন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাহমুদুল কবির মিলন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিটু ও সাংগঠনিক সম্পাদক মুর্তুজা আল আশরাফী। ১২৬ কলা খেয়ে বাজিমাত নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৪ জানুয়ারি ॥ বাগাতিপাড়ায় একনাগাড়ে ১২৬ কলা খেয়ে তাক লাগালেন রিপন (৩০) নামের এক যুবক। শনিবার সকালে বিহারকোল বাজারে উপস্থিত দর্শকের সামনে এ কলা খেয়ে সবার নজর কাড়েন। ১২৬ কলা খেতে তিনি প্রায় আধাঘণ্টার কিছু বেশি সময় নেন। বাজারে রিপনের কলা খাওয়ার খবরে মুহূর্তেই দর্শকের ভিড় বেড়ে যায়। রিপন বিহারকোল মহল্লার রাজ্জাকের ছেলে। রিপন জানান, সকালে তার প্রতিবেশী পাপ্পু নামের এক যুবকের সঙ্গে প্রতিযোগিতা হলে কলা খাওয়া শুরু করেন। এত কলা এবারই প্রথম খেলেন। এত কলা খাওয়ার পরেও তিনি অসুস্থ না হওয়ায় দর্শকরা অবাক হয়েছেন বটে।
×