ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দামেস্কে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

প্রকাশিত: ০৭:১৩, ১৪ জানুয়ারি ২০১৭

দামেস্কে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

সিরিয়ার রাজধানী দামেস্কে আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১০ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। দামেস্কের পশ্চিমে কাফারসুসেতে মুহাফাজা স্পোর্ট ক্লাবের কাছে দুই আত্মঘাতী বোমা হামলাকারী তাদের দেহের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিমে একটি সামরিক ঘাঁটিতে ইসরাইল বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সিরিয়া। শুক্রবার সেনাবাহিনীর বরাত দিয়ে সিরিয়ার সরকারী টেলিভিশন চ্যানেল এ তথ্য জানিয়েছে। দামেস্কে বোমা হামলার পর টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বিভিন্ন দেয়ালে রক্ত লেগে আছে, বিধ্বস্ত গাড়ি পড়ে আছে। পুলিশ সদস্য অস্ত্র হাতে স্থানটিতে টহল দিচ্ছে। সিরীয় বাহিনী ও তাদের মিত্র শিয়া যোদ্ধারা যখন দামেস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বারাদা উপত্যকা অঞ্চল উদ্ধারের কাছাকাছি, ঠিক তখনই এই হামলাটি হলো। ওই অঞ্চলটি হচ্ছে দেশটির রাজধানীতে পানি সরবরাহের প্রধান উৎস। ইসরাইলী এ হামলাকে ঘোর অন্যায় দাবি করে এর জবাব দেয়ার ঘোষণা দিয়েছে দামেস্কের সেনাবাহিনী। টেলিভশনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতের পর ইসরাইলের দক্ষিণের লেক তিবেরিয়াস এলাকা থেকে কয়েকটি রকেট ছোড়া হয়। এগুলো এলিট রিপাবলিকান গার্ডসের অন্যতম ঘাঁটির বিমানবন্দরে আঘাত হেনেছে। হামলায় কেউ হতাহত হয়েছে কি না এ বিষয়ে কিছুই জানান হয়নি। তবে ওই এলাকাতে হামলার কারণে আগুন ধরে গেছে বলে জানান হয়েছে। খবর বিবিসি ও এএফপির। ব্রাজিলে পীতজ্বরে ৩০ জনের মৃত্যু ব্রাজিলে এক সপ্তায় পীতজ্বরে অন্ততপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। এই জ্বরে সম্ভাব্য আক্রান্তের সংখ্যা ১১০-এ গিয়ে দাঁড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর ওয়েবসাইটের। দেশটির স্বাস্থ্য বিভাগ বলেছে, মিনাস জার্ম প্রদেশে পীতজ্বরে মৃত্যুর এই ঘটনাগুলো ঘটেছে। গেল সাতদিনে এই জ্বরের প্রাদুর্ভাবে আক্রান্তের সংখ্যা ৪৮ থেকে ১১০ জনে গিয়ে ঠেকেছে। পীতজ্বর ভাইরাসজনিত অসুখ। যাতে তীব্র জ্বর হয়। সময়মতো যথাযথ চিকিৎসা না হলে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। প্রধানত ভাইরাসে আক্রান্ত স্ত্রী মশার কামড়ের মাধ্যমে এটি মানবদেহে ছড়ায়। পীতজ্বর বানরদেরও হয়। দক্ষিণ ব্রিটেনে বন্যা সতর্কতা ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সমুদ্র উপকূলীয় বাসিন্দাদের শুক্রবার অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। দেশটিতে ব্যাপক বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এর আগে তুষারপাতের জন্য সেখানকার ফ্লাইট বাতিল করা হয়। ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ার আশঙ্কায় বৃহস্পতিবার ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের জায়ইউক গ্রামের বাসিন্দাদের পরদিন সকালে অন্যত্র চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সতর্ক করছেন। এনভায়রনমেন্ট এজেন্সি প্রাণনাশের ঝুঁকিসহ সাতটি ব্যাপক বন্যা সতর্কতার পর এ নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও ৬৮টি বন্যা সতর্কতা জারি করে অবিলম্বে সবাইকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। -এএফপি
×