ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত সাত

প্রকাশিত: ০৪:০৮, ১৪ জানুয়ারি ২০১৭

সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় মাদারীপুর, সীতাকু-, গোপালগঞ্জ, গাজীপুর ও ভৈরবে পুলিশ সদস্যসহ নিহত হয়েছেন সাতজন। আহত হয়েছেন আরও ছয়জন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মাদারীপুর ॥ শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয় আরও চারজন। জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী দ্রুতগতির ‘হানিফ পরিবহনে’র একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দিলে ঘটনা ঘটনাস্থলেই নসিমনের দুই যাত্রী নিহত হয়। এ সময় আহত হয় আরও ৫ জন। নিহতরা হলেন সদর উপজেলার কাউয়াকুড়ি গ্রামের শিপন মাতুব্বর (৩২) ও হাসান মাতুব্বর (১৪)। আহত আরও একজনকে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পর মারা যায়। তার নাম পরিচয় জানা যায়নি। সীতাকু-, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় কর্তব্যরত বাহার উদ্দিন (২৬) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশের বিশেষ অভিযান চলাকালে মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য নোয়াখালী জেলার সুধারাম উপজেলার বাচ্চু মিয়ার পুত্র বলে জানা যায়। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকু-ের বাঁশবাড়ীয়া উত্তর বাজার এলাকায় এএসআই হুমায়ন কবির ও এএসআই তারেকের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযান চলাকালে মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি রড উৎপাদনকারী প্রতিষ্ঠানের গাড়ির নিচে চাপা পড়ে কনস্টেবল বাহার। এতে সে গুরুতর আহত হয়। আহতাবস্থায় পুলিশ কর্মকর্তা ও স্থানীয়রা মিলে প্রথমে সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর পুলিশ কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কর্তব্যরত ডাক্তার তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুসা সিকদার (৪৫) নামে এক ভ্যান-চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন যাত্রী নিয়ে ওই ভ্যান-চালক শহরের দিকে যাচ্ছিলেন। পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান-চালক মুসা সিকদারের মৃত্যু ঘটে এবং ভ্যানের যাত্রী তরিবুর রহমান শেখ, শাহাদত খাঁ ও রেজাউল শেখ আহত হন। গাজীপুর ॥ শ্রীপুরে শুক্রবার কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ চালকসহ কাভার্ডভ্যানটি আটক করেছে। নিহত ছাত্রের নাম শিমুল (১৬)। সে শ্রীপুর উপজেলার মুলাইদ উত্তর পাড়া গ্রামের সরাফত আলীর ছেলে এবং স্থানীয় কলিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। জানা গেছে, শ্রীপুরের এমসি বাজার এলাকায় কলিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মোটরসাইকেলের ওপর বসে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বন্ধুদের সঙ্গে কথা বলছিল শিমুল। এ সময় ঢাকা থেকে বেপরোয়া গতিতে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলসহ শিমুলকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত শিমুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ভৈরব ॥ শুক্রবার দুপুরে ভৈরবে ইজিবাইকের চাকায় গলার চাদর পেঁচিয়ে যাত্রী শরুফা বেগম (৪২) নামে নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর পরই ইজিবাইকের চালক ও অপর দুই নারী যাত্রী পালিয়ে গেছে। এলাকাবাসী জানায়, নিহত নারী শম্ভুপুর এলাকা বোনের বাড়ি থেকে স্বামীর বাড়ি মধ্যেরচর গ্রামে ফেরার পথে ইজিবাইকটি বাড়ির কাছাকাছি পৌঁছলে ইজিবাইকের চাকায় গলার চাদর পেঁচিয়ে তিনি সড়কে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় প্রচ- রক্ত ক্ষরণে ঘটনাস্থলে তিনি মারা যান।
×