ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি এখন পথহারা পথিক ॥ ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৫:৪৯, ১১ জানুয়ারি ২০১৭

বিএনপি এখন পথহারা পথিক ॥ ওবায়দুল কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কর্মসূচী দিয়ে ঘরে বসে থাকে। তাদের বড় বড় নেতারা মাঠে নামেন না। আর যারা কর্মসূচী দিয়ে ঘরে বসে থাকেন, তাদের সমাবেশের অনুমতি দিয়ে লাভ কী? মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানম-ি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতা মঈন খান ঘরে বসে বড় বড় কথা বলেন। তিনি কোনদিন কী রাজপথে নেমেছেন? কেউ ঘর থেকে বের হন না। নেতারা এমন হলে কর্মীরা মাঠে নামবে কিভাবে? বিএনপিকে উদ্দেশে করে তিনি বলেন, তারা এখন পথহারা পথিক। যারা আন্দোলনে ব্যর্থ, তারা নির্বাচনেও জয়ী হতে পারে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ব্যর্থতার হতাশায় বিএনপি এখন বেপরোয়া। আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বা বিরোধীদল, যেখানেই থাকুক, সব সময় রাজপথে থাকে। আওয়ামী লীগ একটা বড় দল। দলে ছিটেফোঁটা সমস্যা থাকতেই পারে।
×