ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ছয়

প্রকাশিত: ০৬:৩৩, ১০ জানুয়ারি ২০১৭

সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ সোমবার সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরায় যুবলীগ নেতা, সাভারে ২, কুড়িগ্রাম, জয়পুরহাট ও সিরাজগঞ্জে ৩ জন নিহত হয়েছে। খবর স্টাফরিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় আওয়ামী যুবলীগের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আফজাল হোসেন মারুফ (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার আলীপুরে এ দুর্ঘটনা ঘটে। যুবলীগ নেতা আফজাল হোসেন মারুফ মোটরসাইকেলযোগে কালিগঞ্জ এলাকা থেকে সাতক্ষীরায় আসার পথে আলিপুর মোড় এলাকায় দ্রুতগামী একটি পিকাপ ভ্যানের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই তিনি নিহত হন। সাভার ॥ সোমবার সড়ক দুর্ঘটনায় আশুলিয়ায় ও ধামরাইয়ে ২ জন নিহত হয়েছে। এর মধ্যে আশুলিয়ায় যাত্রীবাহী বাস চাপায় আনোয়ারুল নিহত ও আহত হয় আরও একজন। অপরদিকে, ধামরাইয়ের বাথুলী এলাকায় যাত্রীবাহী বাস চাপায় বিল্লাল হোসেন (৩৩) এক ইটভাটার শ্রমিক নিহত হয়। কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম-রংপুর সড়কের আগমনি নামকস্থানে মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। তার নাম ছবর উদ্দিন (৪০)। তার বাড়ি রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের একতা বাজার এলাকায়। জয়পুরহাট ॥ জয়পুরহাট-বগুড়া সড়কের মৃধাপাড়া নামক স্থানে মুরগি বোঝাই একটি মিনি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক বোরহান উদ্দিন (৪০)-এর মৃত্যু হয়। সোমবার বিকেল ৫টায় ক্ষেতলাল উপজেলার বটতলীর অদূরে মৃধাপাড়ায় জয়পুরহাগামী ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ৪ জন যাত্রী নিয়ে চালক বোরহান বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী মুরগি বোঝাই মিনি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। সিরাজগঞ্জ ॥ সোমবার সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের বেজগাতী মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় আবু তালেব (২৮) নামের এক সিএনজি চালিত অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ অটোরিক্সার ৫ যাত্রী আহত হয়েছেন।
×