ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৬:২৮, ১০ জানুয়ারি ২০১৭

নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ (বানৌপক) সংঘ ঢাকা শাখার উদ্যোগে সোমবার গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকার নাবিক কলোনি, মিরপুর-১৪-এ সংঘের প্রেসিডেন্ট বেগম নাজমুন নিজাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় গরিব দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংঘের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্রসমূহ বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে ওই সংঘের ঢাকা শাখার চেয়ারম্যান ও সচিবসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। -আইএসপিআর দেশের সকল মেডিক্যাল কলেজে একযোগে এমবিবিএস ও বিডিএস কোর্স শুরু আজ স্টাফ রিপোর্টার ॥ সরকারী, বেসরকারী ও আর্মড ফোর্সেসসহ দেশের সকল মেডিক্যাল কলেজে আজ মঙ্গলবার থেকে একযোগে শুরু হচ্ছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্স। এ উপলক্ষে এই শিক্ষাবর্ষের সকল নতুন শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ নাসিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিনে দেশের মেধাবী সন্তানদের জন্য এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। তাজমহলে সংস্কার প্রেমের স্মৃতিসৌধ তাজমহল। ভারতের আগ্রায় অবস্থিত এ স্মৃতিসৌধটিতে সম্প্রতি সংস্কার প্রকল্পের অংশ হিসেবে নির্মাণ শ্রমিকরা কাজ করছেন -এএফপি নিরাপদে স্কেটিং কলম্বিয়ার রাজধানী বোগোটার শাপিনেরো এলাকায় সড়কের একটি অংশে এক শিশু স্কেটিং করছে। কুকুর তাকে টেনে নিয়ে যাচ্ছে। জনসাধারণকে জগিং, সাইকেল চালনা ও স্কেটিং করার সুযোগ দিতে নিরাপত্তার জন্য ওই এলাকায় সড়কের নির্ধারিত একটি অংশে যানবাহন চলে না -এএফপি
×