ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

এবার ভাষণ চুরির অভিযোগ ঘানার নয়া প্রেসিডেন্টের বিরুদ্ধে

প্রকাশিত: ০৬:২৪, ১০ জানুয়ারি ২০১৭

এবার ভাষণ চুরির অভিযোগ ঘানার নয়া প্রেসিডেন্টের বিরুদ্ধে

এবার অন্যের ভাষণ চুরি করার অভিযোগে সমালোচনার মুখে পড়লেন ঘানার নতুন প্রেসিডেন্ট নানা আকুফো এ্যাডো। তার বিরুদ্ধে অভিষেকের ভাষণে সাবেক দুই মার্কিন প্রেসিডেন্টের উদ্ধৃতি মেরে দেয়ার অভিযোগ উঠেছে। খবর ওয়েবসাইটের। প্রেসিডেন্ট হিসেবে শনিবার শপথ নেন নানা। দেশটির রাজধানী আক্রার ইনডিপেনডেন্স স্কয়ারে এই শপথ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রের প্রধানসহ হাজারো অতিথি উপস্থিত ছিলেন। নানা তার অভিষেক অনুষ্ঠানে প্রায় ৩০ মিনিট ভাষণ দেন। পরে তার বিরুদ্ধে ভাষণ চুরির অভিযোগ ওঠে। সমালোচকরা বলছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশের ভাষণ থেকে লাইন মেরে দিয়েছেন নানা। তবে এ বিষয়টি তাৎক্ষণিকভাবে ধরা পড়েনি। বিশ্বের সাতটি দেশে ২৬ হাজার বোমা ছুড়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ২০১৬ সালে বিশ্বের সাতটি দেশে প্রায় ২৬ হাজার বোমা নিক্ষেপ করেছে। সম্প্রতি এক পরিসংখ্যানে এমনটাই তথ্য উঠে এসেছে। মার্কিন গবেষক মিকা জিংকু অনলাইনে এই পরিসংখ্যানের ফলাফল প্রকাশ করেছেন। এতে দেখা যায়, যুক্তরাষ্ট্র সিরিয়ায় ১২ হাজার ১৯২টি, ইরাকে ১২ হাজার ৯৫টি, আফগানিস্তানে ১ হাজার ৩৩৭টি, লিবিয়ায় ৪৯৬টি, ইয়েমেনে ৪৩টি, সোমালিয়ায় ১২টি এবং পাকিস্তানে তিনটি বোমা ফেলেছে। খবর ওয়েবসাইটের। পরিসংখ্যানে আরও দেখা যায়, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে বিমান হামলার পরিমাণ বাড়িয়ে দেয়ার নির্দেশ দিয়েছিলেন। ২০১৬ সালে যেখানে ওয়াশিংটন বিশ্বের বিভিন্ন দেশে ২৬ হাজার ১৭১টি বোমা নিক্ষেপ করেছে সেখানে ২০১৫ সালে এই পরিমাণ ছিল ২৩ হাজার ১৪৪টি। গত প্রায় দুই বছর ধরে আইএসের বিরুদ্ধে সামরিক জোট গঠন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন নেতৃত্বাধীন এই জোট গত মাসে স্বীকার করেছে, ২০১৬ সালে ইরাক ও সিরিয়ায় তাদের বিমান হামলায় ১৭৩ সাধারণ নাগরিক নিহত হয়েছে। বিগত বছরগুলোতে বহু সংস্থার পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন বিমান হামলায় নিহত বেসামরিক নাগরিকের পরিসংখ্যান প্রকাশিত হয়েছে।
×