ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ব্যাংকে জাল নোটসহ প্রতারক আটক

প্রকাশিত: ০৩:৫১, ৯ জানুয়ারি ২০১৭

কুমিল্লায় ব্যাংকে জাল নোটসহ প্রতারক  আটক

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৮ জানুয়ারি ॥ ব্যাংকে ৪০ হাজার টাকার জাল নোটসহ আমেনা বেগম নামে এক নারী প্রতারককে আটক করা হয়েছে। রবিবার জেলার চৌদ্দগ্রাম উপজেলার পূবালী ব্যাংক মিয়াবাজার শাখায় এ ঘটনা ঘটে। ওই নারী চৌদ্দগ্রাম উপজেলার কাছিয়া পুষ্করনী গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। জানা গেছে, আমেনা বেগম নামের ওই নারী ১ লাখ ৬২ হাজার টাকা অনলাইনে পূবালী ব্যাংকের চাঁদপুর নতুন বাজার শাখায় নাজমুল হক ট্রেডার্সের নামে ৩৮২৯০১২৭১৬৯ হিসাব নম্বরে প্রেরণের জন্য মিয়াবাজার শাখা পূবালী ব্যাংকের ক্যাশ কাউন্টারে রসিদমূলে জমা দেন। টাকা বুঝে নেয়ার সময় ওই কাউন্টারের কর্তব্যরত ক্যাশিয়ার ১ হাজার টাকার ৪০টি নোট জাল বলে শনাক্ত করেন এবং ওই নারীকে ব্যাংকের ম্যানেজারের কক্ষে নিয়ে বিষয়টি অবহিত করেন। পরে ম্যানেজার ৪০ হাজার টাকার জাল নোট রেখে দিয়ে ওই হিসাব নম্বরে মহিলার ১ লাখ ২২ হাজার টাকা জমা করেন (স্ক্রল নং-২০৯০৫৫/১-৩)। বিষয়টির সত্যতা স্বীকার করে ব্যাংক ম্যানেজার রিপন কান্তি ভদ্র বলেন, বিকেল ৫টার দিকে জাল নোটসহ ওই মহিলাকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
×