ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

অতিরিক্ত শুল্ক পরিশোধ করতে হবে টয়োটাকে

প্রকাশিত: ০৪:০৮, ৮ জানুয়ারি ২০১৭

অতিরিক্ত শুল্ক পরিশোধ করতে হবে টয়োটাকে

দেশের বাইরে কম খরচে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য গাড়ি নির্মাণের কারণে অতিরিক্ত শুল্ক পরিশোধ করতে হবে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটাকে। সম্প্রতি এক টুইট বার্তায় ট্রাম্প জানান, টয়োটা যদি যুক্তরাষ্ট্রের বাইরে কম খরচে গাড়ি নির্মাণে বেশি আগ্রহী হয়, তাহলে মেক্সিকোতে গাড়ি নির্মাণের জন্য প্রতিষ্ঠানটিকে অতিরিক্ত শুল্ক দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রে টয়োটার স্থাপন করা প্ল্যান্টগুলোর ওপর এর কোন নেতিবাচক প্রভাব পড়বে না বলেও জানিয়েছে ট্রাম্প। এদিকে এ বিষয়ে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া না দিলেও মেক্সিকোয় গাড়ি নির্মাণ কমানোর কোন পরিকল্পনা নেই টয়োটা কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার ৬ দেশের পোল্ট্রি পণ্য নিষিদ্ধ করেছে সৌদি আরব ভারত ও ফ্রান্সসহ ৬টি দেশের মুরগি, ডিমসহ সব ধরনের পোল্ট্রি পণ্য আমদানি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সৌদি আরব। বার্ড ফ্লু এর সংক্রমন ঠেকাতে সৌদি ফুড এ্যান্ড ড্রাগ এথরিটি (এসএফডিএ) এমন সিদ্ধান্ত নিয়েছে বলে আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, এসএফডিএ গত বুধবার এ নিষেধাজ্ঞা জারি করলেও গত বৃহস্পতিবার তা গণমাধ্যমে জানানো হয়েছে। এসএফডিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এশিয়া এবং ইউরোপের ৬টি দেশের বিভিন্ন রাজ্য এবং অঞ্চল থেকে পোল্ট্রি মাংস, ডিম, পোল্ট্রি সংশ্লিষ্ট পণ্য এবং এ সংশ্লিষ্ট অন্যান্য উপাদান আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হলো। এ তালিকায় থাকা দেশগুলো হলো- হাঙ্গেরি, ইউক্রেন, পোল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স ও ভারত। এতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় থাকা অঞ্চলগুলো ‘বার্ড ফ্লু সংক্রমিত নয়’- এমন সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ওসব দেশ থেকে পোল্ট্রি পণ্য আমদানি বন্ধ থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×