ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ব্যাংকে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে

প্রকাশিত: ০৪:০৪, ৮ জানুয়ারি ২০১৭

ব্যাংকে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত কয়েকদিন ধরেই দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর চাঙ্গাভাব দেখা গেছে। বৃহস্পতিবার লেনদেনের অন্যান্য খাতের তুলনায় ব্যাংক খাতে প্রায় শতভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। গত এক মাস ধরে ব্যাংক খাতের প্রতি বিনিয়োগকারীরা আগ্রহ অনেকটাই বেড়েছে। ফলে বৃহস্পতিবারে বেশিরভাগ কোম্পানির দর কমলেও বাজার ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে বলে মনে করছে বাজার সংশ্লিষ্টরা। শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ব্যাংক খাতের ৩০ কোম্পানির মধ্যে ২২ কোম্পানির শেয়ার দর বেড়েছে, দর কমেছে ৫ কোম্পানির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩ কোম্পানির। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে এবি ব্যাংক এবং ন্যাশনাল ক্রেডিট এ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের। বৃহস্পতিবার এবি ব্যাংকের ও এনসিসি ব্যাংকের শেয়ার দর বেড়েছে ০.৭০ টাকা। এছাড়াও আল-আরফাহ ব্যাংকের ০.১০ টাকা, ব্র্যাক ব্যাংকের ০.৫০ টাকা, ঢাকা ব্যাংকের ০.৪০ টাকা, ইস্টার্ন ব্যাংকের ০.৫০ টাকা, এক্সিম ব্যাংকের ০.১০ টাকা, ফার্স্ট সিকিউরিটজ ইসলামী ব্যাংকের ০.১০ টাকা, ইসলামী ব্যাংকের ০.২০ টাকা, ন্যাশনাল ব্যাংকের ০.৫০ টাকা, ওয়ান ব্যাংকের ০.২০ টাকা, প্রিমিয়াম ব্যাংকের ০.১০ টাকা, প্রাইম ব্যাংকের ০.১০ টাকা, পূবালী ব্যাংকের ০.৩০ টাকা, রূপালী ব্যাংকের ০.১০ টাকা, শাহজালাল ইসলামী ব্যাংকের ০.১০ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ০.২০ টাকা, সাউথইস্ট ব্যাংকের ০.১০ টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ০.২০ টাকা, ট্রাস্ট ব্যাংকের ০.১০ টাকা এবং ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংকের ০.১০ টাকা এবং উত্তরা ব্যাংকের ০.১০ টাকা দর বেড়েছে। এদিকে দর কমার তালিকায় থাকা ডাচ-বাংলা ব্যাংকের ২.৫০ টাকা, ব্যাংক এশিয়ার শেয়ার দর কমেছে ০.৩০ টাকা, যমুনা ব্যাংকের ০.১০ টাকা, মার্কেন্টাইল ব্যাংকের ০.১০ টাকা এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ০.২০ টাকা। আর দর অপরিবর্তিত থাকা কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক এবং আইএফসি ব্যাংক লিমিটেড। বিএসইসির নতুন ভবন উদ্বোধন আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনির্মিত ‘সিকিউরিটিজ কমিশন ভবন’ ও ‘দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি’ কার্যক্রম আজ রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সিকিউরিটিজ কমিশন ভবন উদ্বোধন করবেন। ভবনটির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএসইসির ‘দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি’ কার্যক্রম সংক্রান্ত ওয়েব সাইটের শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় স্পীকার, মন্ত্রী, সংসদ সদস্য, এ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ ব্যাংকের গবর্নর, বিভিন্ন কমিশনের প্রধান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা।
×