ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আইএসের ভিডিও দেখতে বাধ্য করেছিল সরকার ॥ দাবি সন্দেহভাজনের

ফ্লোরিডায় হামলাকারী ইরাক ফেরত সেনা

প্রকাশিত: ০৪:০২, ৮ জানুয়ারি ২০১৭

ফ্লোরিডায় হামলাকারী ইরাক ফেরত সেনা

ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরের হামলাকারী হিসেবে আটক ব্যক্তি অভিযোগ করেছিলেন সরকার তাকে ইসলামিক স্টেটের ভিডিও দেখতে বাধ্য করেছিল। ইরাক ফেরত মার্কিন ন্যাশনাল গার্ডের সাবেক সদস্য শুক্রবার বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়। খবর ওয়াশিংটন পোস্ট অনলাইনের। এ হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে যাকে আটক করা হয়েছে তিনি ২৬ বছর বয়সী এস্টেবান সান্টিয়াগো। তার বাড়ি আলাস্কার এ্যাঙ্কোরাজে। জন্ম নিউজার্সিতে। ২ বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে পুয়ের্তো রিকোতে যান। অবশ্য এবিসি নিউজ আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের বরাত দিয়ে তার নাম-পরিচয় প্রকাশ করেছে। তবে আনুষ্ঠানিকভাবে মার্কিন নিরাপত্তা ও গোয়েন্দা সূত্রগুলো এখনও এ বিষয়ে কিছু জানায়নি। ইরাকে ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের হয়ে তিনি এক বছর কাজ করেন। তার মানসিক সমস্যার কথা উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। গত আগস্টে তিনি চাকরিচ্যুত হন। ফ্লোরিডায় শুক্রবার তিনি একাই হামলা চালান বলে ধারণা করা হচ্ছে। তাকে অক্ষত অবস্থায় আটক করা সম্ভব হয়েছে। কেন তিনি ওই গুলি চালিয়েছেন তার কোন কারণ পুলিশ জানাতে পারেনি। তাকে আটক করার পর স্থানীয় কাউন্টি পুলিশ তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছে। তার বিরুদ্ধে ফেডারেল মামলা হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। জানা গেছে, সান্টিয়াগো মানসিক চিকিৎসা নিচ্ছিলেন। তবে তিনি কী ধরনের চিকিৎসা নিতেন তা জানা যায়নি। নবেম্বরে সান্তিয়াগো এফবিআইকে জানিয়েছিলেন, তার মন নিয়ন্ত্রণ করা হচ্ছে। এরপরই তাকে মানসিক হাসপাতালে পাঠায় এফবিআই। একথা জানিয়েছেন এক কর্মকর্তা। ২০০৭ সাল থেকে তিনি ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন। ২০১০ সালে তাকে ইরাকে পাঠান হয়। ১৩০তম ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সঙ্গে তিনি এক বছর কাজ করেছেন। কর্তব্যে অবহেলার অভিযোগে তিনি চাকরিচ্যুত হন। তাকে প্রথম কানাডার নাগরিক বলে ধারণা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের কানাডার দূতাবাস সে খবর নাকচ করে।
×