ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুরন্ত খেলে জনকণ্ঠের উড়ন্ত সূচনা

প্রকাশিত: ০৫:৫৩, ৭ জানুয়ারি ২০১৭

দুরন্ত খেলে জনকণ্ঠের উড়ন্ত সূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় শুক্রবার থেকে শুরু হয়েছে ‘কুল-বিএসজেএ মিডিয়া ফুটবল।’ উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে দুরন্ত খেলে উড়ন্ত শুভসূচনা করেছে দৈনিক জনকণ্ঠ। তারা ৩-২ গোলে হারিয়েছে গাজী টেলিভিশনকে (জিটিভি)। বাংলাদেশ ফুটবল ফেডারেশেনের (বাফুফে) আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত দিনের শেষ খেলায় ম্যাচের প্রথমার্ধে জনকণ্ঠ এগিয়ে ছিল ২-০ গোলে। জনকণ্ঠের রুমেল খান জোড়া গোল করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। অন্য গোলটি আসে নিখিল মানখিনের পা থেকে। জিটিভির সাইফুল ও ফয়সাল করেন একটি করে গোল। এই জয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল জনকণ্ঠ। আজ বেলা ১১টায় একই ভেন্যুতে জনকণ্ঠ মোকাবেলা করবে দৈনিক যুগান্তরের। ম্যাচে জনকণ্ঠের হয়ে আরও খেলেনÑ মজিবর রহমান (অধিনায়ক), হাসানুজ্জামান তরুণ, আফজাল হোসেন, মিথুন আশরাফ, জাহিদুল আলম জয় এবং গোলাম মোস্তফা। দলের কোচ এবং ম্যানেজার ছিলেন যথাক্রমে কাওসার রহমান এবং ওবায়দুল কবির। খেলার ৬ মিনিটে ফরোয়ার্ড নিখিলের গোলে এগিয়ে যায় জনকণ্ঠ। ৫ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন অপর ফরোয়ার্ড রুমেল। দুটি গোলেরই যোগানদাতা মিথুন। প্রথমার্ধে (খেলা হয় ১৫+১৫ মিনিট) ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জনকণ্ঠ। দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে সমতায় ফেরার চেষ্টা করে একটি গোল শোধ করে জিটিভি। ৮ মিনিটে রুমেল আরেকটি গোল করলে ৩-১ গোলে আবারও এগিয়ে যায় জনকণ্ঠ। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে জিটিভি আরেকটি গোল শোধ করলেও তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। জনকণ্ঠের পরিকল্পিত, গোছালো, দ্রুতগতির এবং আক্রমাত্মক খেলা উপস্থিত দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ায়। অন্য খেলাগুলোতে বাংলাভিশন ১-০ গোলে মাছরাঙ্গা টিভিকে, ঢাকা ট্রিবিউন ২-০ গোলে এটিএন বাংলাকে, আলোকিত বাংলাদেশ ১-০ গোলে নয়া দিগন্তকে এবং বৈশাখী টিভি ৫-০ গোলে কালের কণ্ঠকে হারায়। যমুনা টিভি ও সকালের খবরের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
×