ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ কোপা ডেল রে, নয়জন নিয়েও মেসি-নেইমার-সুয়ারেজদের হারাল এ্যাথলেটিক বিলবাও, নতুন বছরের শুরুতে হেরেও খুশি কাতালান কোচ এনরিকে, এ্যাথলেটিক বিলবাও ২-১ বার্সিলোনা

প্রি-কোয়ার্টারেই বিদায়ের শঙ্কায় বার্সিলোনা

প্রকাশিত: ০৫:৫৩, ৭ জানুয়ারি ২০১৭

প্রি-কোয়ার্টারেই বিদায়ের শঙ্কায় বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে খেলতে নামলেই কেমন যেন ফ্যাকাশে হয়ে যায় বার্সিলোনা। গত কয়েক বছর ধরেই এ চিত্র দেখা যাচ্ছে। নতুন বছরের শুরুতে আরও একবার এ প্রমাণ মিলল। বৃহস্পতিবার রাতে স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচেও বিলবাওয়ের কাছে ২-১ গোলে হেরেছে অতিথি বার্সিলোনা। বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নেমেছিল বার্সা। ছিলেন বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। শুধু তাই নয়, অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাও খেলেন। ম্যাচের এক পর্যায়ে দু’টি লালকার্ড দেখে নয়জনের দলে পরিণত হয় স্বাগতিক বিলবাও। এরপরও নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচ জিততে পারেনি আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। বরং হেরে গিয়ে শেষ ষোলো থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে কাতালানরা। এখন ১১ জানুয়ারি ঘরের মাঠ ন্যুক্যাম্পে দ্বিতীয় লেগের ম্যাচে বড় জয়ের বিকল্প নেই বার্সার। নিজেদের মাঠে শুরু থেকেই দারুণ গোছালো ফুটবল খেলেন এ্যাথলেটিক বিলবাওয়ের ফুটবলাররা। প্রথমার্ধেই তারা এগিয়ে যায় ২-০ গোলে। ২৫ মিনিটে বার্সার জালে বল জড়িয়েছিলেন এ্যাথলেটিকোর স্প্যানিশ স্ট্রাইকার আরিটজ আডুরিজ। তিন মিনিট পর আরও একটি গোল হজম করতে হয় বার্সাকে। এবার গোল করেন তরুণ ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামস। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার সর্বাত্মক চেষ্টা চালায় বার্সিলোনা। ৫২ মিনিটে ফ্রিকিক থেকে একটি গোল পরিশোধও করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বার্সার আরেক তারকা নেইমারকে বাজেভাবে ফাউলের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বিলবাওয়ের দুই খেলোয়াড় ইটুরাপসে ও রাউল গার্সিয়াকে। ৮০ মিনিট পর থেকে বিলবাও খেলেছে নয়জনের দল নিয়ে। তবে শেষ মুহূর্তের এই সুবিধা কাজে লাগিয়েও গোল করতে পারেনি কাতালানরা। এ জন্য অবশ্য ভাগ্যকেও দুষতে পারেন বার্সা সমর্থকরা। ম্যাচের একেবারে শেষ পর্যায়ে মেসির একটি শট ফিরে আসে গোলপোস্টে লেগে। প্রতিপক্ষের দুই খেলোয়াড় লালকার্ড দেখলেও বার্সা দুটি পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি জেরার্ড পিকের। স্পেনের রেফারিরা রিয়াল মাদ্রিদের সুবিধা হয় এমন সিদ্ধান্ত নেয় ইঙ্গিত করে পিকে বলেন, নেইমার আর আমার পেনাল্টি দাবিটা পরিষ্কার ছিল। তবে আমরা জানি সবকিছু কেন কিভাবে হয়। আগেরদিনও দেখেছি মাদ্রিদের বিরুদ্ধে সেভিয়ার কি হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা ফুটবল খেলতে চাই, রুলেট নয়। কিন্তু এই রেফারিরা তো তাই চাইছেন। আর হারলেও শিষ্যদের দ্বিতীয়ার্ধের খেলায় সন্তুষ্ট বার্সিলোনা কোচ লুইস এনরিকে। ম্যাচ শেষে এনরিকে বলেন, প্রথমার্ধে আমাদের খেলায় নির্ভুলতার অভাব ছিল। প্রতিপক্ষ দু’টি গোল করে ফেলে। বেশ ক’জন খেলোয়াড় হলুদ কার্ড পাওয়ায় এবং রেফারির সঙ্গে বাগবিত-ার ফলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। বার্সা বস বলেন, দ্বিতীয়ার্ধে যা ঘটেছে, সবকিছু আমরা নিয়ন্ত্রণ করেছি। বিরতির পর আমাদের উদ্দীপনা ভাল ছিল। সমতা ফেরানোর অনেক সম্ভাবনা ও সুযোগ সৃষ্টি করতে পেরেছিলাম। বিলবাওয়ের মাঠে হারলেও গোল ব্যবধান কম হওয়ায় সন্তুষ্ট বার্সিলোনা কোচ। বলেন, এটা কঠিন হবে। কিন্তু (দ্বিতীয় লেগে) আমাদের কোন গোল খাওয়া চলবে না। এটা (প্রথম লেগের ফল) কঠিন একটি চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা এই অবস্থায় আমাদের সমর্থকদের পাশে চাই। ডিফেন্ডার পিকের মতো এনরিকেও রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার মতে, রেফারি ঠিকমতো বাঁশি বাজালে ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। তবে ফিরতি লেগে জয় দিয়েই কোয়ার্টার ফাইনালে খেলার আশা বার্সা কোচের।
×