ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে পর্যটক নিরাপত্তায় স্থাপন হবে ৪০ সিসি ক্যামেরা

প্রকাশিত: ০৫:৫০, ৭ জানুয়ারি ২০১৭

কক্সবাজারে পর্যটক নিরাপত্তায় স্থাপন হবে ৪০ সিসি ক্যামেরা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সৈকত নগরী কক্সবাজারে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য এবার বসানো হবে ৪০টি সিসি ক্যামেরা। ছিনতাই ও চুরিসহ যে কোন ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে ট্যুরিস্ট পুলিশ এ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানা গেছে। ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের সিনিয়র এএসপি হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, শহরের শাহীন চত্বর থেকে কলাতলী মোড় পর্যন্ত সড়ক ও সাগরপাড়ে ৪০টি সিসি ক্যামরা স্থপনকল্পে ১৪ লাখ টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে তিন মাসের মধ্যে সিসি ক্যামেরার মাধ্যমে ট্যুরিস্ট পুলিশের পর্দায় দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া যাবে। এতে সব থেকে বেশি উপকৃত হবে পর্যটকরা। ফ্রি চিকিৎসা ক্যাম্প সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ৬ জানুয়ারি ॥ মীরসরাইয়ের খৈয়াছরায় চট্টগ্রামের ম্যাক্স হসপিটাল লি. ও ম্যাক্স ডায়াগনস্টিক লি. এবং ১২নং খৈয়াছরা ইউনিয়নের যৌথ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। শুক্রবার সকালে উপজেলার খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ে উক্ত চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং নুরুল ইসলাম ইরানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন খৈয়াছরা ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ চৌধুর। আরও বক্তব্য প্রদান করেনÑ নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক জসিম উদ্দিন, মেডিসিন বিভাগের ডাঃ পঞ্চানন চক্রবর্তী, ডাঃ আরিফ হোসেন, এ্যাডমিন ম্যানেজার অজিত দে। ১লাখ ১৬ হাজার বৃক্ষ রোপণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ জানুয়ারি ॥ ধামইরহাট উপজেলাকে সবুজ ধামইরহাট গড়তে ১ লাখ ১৬ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু এমপির ঐকান্তিক প্রচেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়ার সার্বিক তত্ত্বাবধানে সবুজ ধামইরহাট গড়ার কাজ দ্রুত এগিয়ে চলেছে। এ ব্যাপারে বৃক্ষ রোপণে দেশের মধ্যে ৫ম বারের মতো প্রধানমন্ত্রীর পুরস্কারপ্রাপ্ত উপজেলা বন বিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক বলেন, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার বাবলু এমপির আহবানে সাড়া দিয়ে গত জুন মাস থেকে এ উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১ লাখ ১৬ হাজার ফলদ, বনজ ও ওষধি গাছ রোপণ করা হয়েছে।
×