ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শহর ও গ্রামের ব্যবধান ঘোচাতে কাজ করছে সরকার ॥ এলজিইডি মন্ত্রী

প্রকাশিত: ০৫:৫০, ৭ জানুয়ারি ২০১৭

শহর ও গ্রামের ব্যবধান ঘোচাতে কাজ করছে সরকার ॥ এলজিইডি মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৬ জানুয়ারি ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার শহর ও গ্রামের মধ্যে বিরাজমান যাবতীয় ব্যবধান, দূরত্ব ও অসঙ্গতি দূর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এজন্য গ্রামকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হয়েছে। শুক্রবার ফরিদপুরে দুস্থ-শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় কবি জসীম উদ্দীন হলে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর শহর আওয়ামী লীগ। অনুষ্ঠানে মন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে ফরিদপুর সদর উপজেলার তিন হাজার দুস্থ-শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ও সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর । চট্টগ্রামে ছুরিকাঘাত করে ১২ লাখ টাকা ছিনতাই স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বিআরটিসি মোড় এলাকায় মোবাইল অপারেটর কোম্পানির এক পরিবেশক প্রতিষ্ঠানের কর্মচারীকে ছুরিকাঘাত করে ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীর দল। বৃহস্পতিবার রাতে শ্যামলী কাউন্টারের কাছাকাছি স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জানা যায়, পরিস্থিতির শিকার সাদ্দাম হোসেন (২৭) বেসরকারী মোবাইল ফোন অপারেটর এয়ারটেলের পরিবেশক প্রতিষ্ঠান ‘জিনেট’র কর্মচারী। রাতে তিনি আগ্রাবাদ অফিস থেকে নগদ টাকা নিয়ে তার এক সহকর্মীসহ নিউমার্কেট সংলগ্ন জলসা মার্কেটে অবস্থিত প্রধান কার্যালয়ে যাচ্ছিলেন। প্রতিদিনের মতো তিনি পথে সহকর্মী রাজিবকে নামিয়ে দিয়ে অটোরিক্সাযোগে একাই যাচ্ছিলেন। বিআরটিসি মোড় এলাকায় এলে ছিনতাইকারীর দল একটি দল অটো রিক্সাটিকে থামিয়ে লুটপাট চালায়। বাধা দিতে চাইলে ছুরিকাঘাতে আহত করা হয় সাদ্দামকে। তারা ছিনিয়ে নিয়ে যায় ব্যাগে থাকা ১২ লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনসেট। গুরুতর অবস্থায় সাদ্দামকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, সাভার, ৬ জানুয়ারি ॥ পূর্ব শত্রুতার জের ধরে ধামরাইয়ে ওয়াসিম (৩৬) নামের এক মৎস্য বিক্রেতাকে কুপিয়ে দু’হাত ও দু’পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার সকালে উপজেলার কুল্লা ইউনিয়নের কাইজারকু-ু এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার জনৈক বরকত আলীর ছেলে। জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে এদিন সকালে একটি মাঠে ওয়াসিমকে কুপিয়ে দু’হাত ও দু’পা ভেঙ্গে দেয় কতিপয় সন্ত্রাসী। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন সেখানে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
×