ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু উদ্বোধনের আগেই সুফল পাচ্ছে মানুষ

প্রকাশিত: ০৫:২৯, ৭ জানুয়ারি ২০১৭

পদ্মা সেতু উদ্বোধনের আগেই  সুফল পাচ্ছে মানুষ

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মাওয়া থেকে ফিরে ॥ পদ্মা সেতু উদ্বোধনের আগেই সুফল পেতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষ। কাল রবিবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তের এ্যাপ্রোচ সড়ক আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হচ্ছে। এতে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি রুটের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার কমেছে। বিলুপ্ত হচ্ছে কাওড়াকান্দি ফেরিঘাট। এখন এই ফেরি সার্ভিসের নামকরণ হয়েছে- শিমুলিয়া-কাঁঠালবাড়ি ইলিয়াস চৌধুরী ফেরি রুট। এই ফেরি রুটের দূরত্ব হবে ১০ কিলোমিটারের কম। এখন পারাপারে গড়ে সময় লাগবে এক ঘণ্টা। আগের প্রায় ১৫ কিলোমিটার ফেরি পথ পাড়ি দিতে গড়ে সময় খরচ হতো প্রায় দেড় ঘণ্টা। নতুন এই ফেরি রুটে সময় এবং ভাড়া দু’টিই হ্রাস পাচ্ছে। তাই পদ্মা সেতু চালুর আগেই এই সুবিধা সৃষ্টি হওয়ায় খুশি এই রুটে চলাচলকারী যাত্রী সাধারণ। খুলনার যাত্রী মনির হোসেন জানান, এটি যেন বোনাস। ফেরির এত বড় পথ কমে যাওয়ার সুবিধা শুধু এই রুটে চলাচলকারীরাই বুঝতে পারবেন। এতে এই অঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। যানবাহনগুলো দ্রুত গন্তব্যে পৌঁছবে। মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি থেকে ঘাটটি আসছে এখন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাঁঠালবাড়িতে। শিবচরের সংসদ সদস্য নূরে আলম চৌধুরী লিটনের পিতা প্রয়াত রাজনীতিক ইলিয়াস চৌধুরীর নামে এই নামকরণ করা হচ্ছে। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুর জাজিরা প্রান্তের এ্যাপ্রোচ সড়কের কাজ ৯০ শতাংশেরও বেশি সম্পন্ন হয়েছে। যেখানে নতুন কাঁঠালবাড়ি ফেরিঘাট করা হয়েছে। সে পর্যন্ত এ্যাপ্রোচ সড়ক পুরোপুরি ব্যবহার উপযোগী। তাই এই অংশ উদ্বোধন হচ্ছে। উদ্বোধনের সকল আয়োজন সম্পন্ন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রবিবার সকাল ১০টায় সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুর এ্যাপ্রোচ সড়কের উদ্বোধন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পদ্মা সেতুর সংশ্লিষ্ট প্রকৌশলী জানিয়েছেন, ভয়াডাক্টের (সংযোগ সেতু) আরও তিনি এখন ৩৬টি পাইল কংক্রিটিং হয়েছে। এছাড়া জাজিরা প্রান্তের ৪২ নম্বর (শেষ পাইল) পিলারের ১৬টি পাইলের মধ্যে আরও একটি অর্থাৎ তিনটি পাইলের কংক্রিটিং হয়েছে। তবে পদ্মায় পাইল স্থাপনে উল্লেখ করার মতো অগ্রগতি নেই বলে প্রকৌশলীরা জানান। এর আগে ২০১৬ বছরের শেষ দিনে সেতুর অগ্রগতি সভায়ও মূল সেতুই পাইল স্থাপনের দুর্গতি নিয়ে আলোচনা হয়। পরামর্শকদের সিদ্ধান্তের অভাবে পাইল স্থাপনের গতি বাড়ানো যাচ্ছে না বলে সভায় আলোচনা হয়। তবে পদ্মায় পাইল স্থাপনের গতি বৃদ্ধির ব্যাপারে আলোচনা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নদী শাসনের কাজেও আরও গতি আশা করছে সংশ্লিষ্টরা। এদিকে বিআইডব্লিউটিসির এজিএম শাহ্ নেওয়াজ খালেদ জনকণ্ঠকে শুক্রবার রাতে জানিয়েছেন, ইতোমধ্যে নতুন ঘাটে একটি নতুন রোরো ফেরিঘাট স্থাপন করা হয়েছে। এই ঘাট দিয়ে এখনই ফেরি উঠানামা সম্ভব। এছাড়া রবিবার কাওড়াকান্দি ঘাটের রোরো ফেরি ঘাটটি এখানে সরিয়ে আনা হবে। কারণ রোরো ঘাটে সব ফেরিই উঠানামা করতে পারে। এরপর পর্যায়ক্রমে বাকি দু’টি ঘাটও এখানে দ্রুত সরিয়ে আনা হবে। এতে নতুন কাঁঠালবাড়ি ইলিয়াস চৌধুরী ঘাটে চারটি ঘাট থেকে ফেরি উঠানামা করবে। যেটি ফেরি পারাপারে খুবই সহজ হবে। তবে শিমুলিয়া প্রান্তে একটি রোরো ফেরিঘাটসহ মোট ঘাট তিনটি। তাই এই ঘাটে যানবাহন উঠানামায় ফেরিগুলোকে অপেক্ষা করতে হবে। তাই শিমুলিয়ায়ও আরেকটি ঘাট স্থাপানের দাবি উঠেছে। এ ব্যাপারে বিআইডব্লিউটিসির ডিজিএম আশিকুজ্জামান জানান, বিআইডব্লিউটিসি যাত্রী সাধারণের কথা বিবেচনা করে পদ্মা সেতুর নতুন সংযোগ সড়কের মাধ্যমে ঘাটের দূরত্ব কমিয়ে এনেছে। আগামী ১২ জানুয়ারি এ ঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন হবার কথা রয়েছে। এ ঘাট উদ্বোধন হলে যাত্রী সাধারণ অনেকটাই সুফল পাবে। তবে শিমুলিয়া ঘাটের কারণে সাময়িক দুর্ভোগ পোহাতে হতে পারে যাত্রী সাধারণের। এখানে ৪ নং ঘাট তৈরির পরিকল্পনা রয়েছে বিআইডব্লিউটিসির। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শীঘ্রই ৪ নং ঘাট নির্মাণ কাজ শুরু হবে। বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ জানান, শিমুলিয়া ঘাটে আরও একটি ফেরিঘাট নির্মাণ করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। এখানে লঞ্চ, সিবোট ও তিনটি ফেরিঘাট খুব কাছাকাছি দূরত্বে রয়েছে। এর মাঝে আরেকটি ঘাট নির্মাণ করা হলে ঘাটের দূরত্ব কমে গিয়ে ফেরির সঙ্গে ফেরি অথবা ফেরি লঞ্চের সংঘর্ষ হবার আশঙ্কা রয়েছে। তাছাড়া আমাদের অতিরিক্ত জায়গাও নেই, যাতে করে আমরা আরেকটি ঘাট নির্মাণ করতে পারব। তারপরও উপায় খোঁজার চেষ্টা চলছে।
×