ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসএসসি ও এইচএসসির খাতা মূল্যায়নে অভিজ্ঞ শিক্ষক কেন নয় জানতে চায় হাইকোর্ট

জান্নাতবাগ চল্লিশ বস্তি উচ্ছেদে ছয় মাসের স্থগিতাদেশ

প্রকাশিত: ০৫:৫৪, ৫ জানুয়ারি ২০১৭

জান্নাতবাগ চল্লিশ বস্তি উচ্ছেদে ছয় মাসের স্থগিতাদেশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরের জান্নাতবাগ চল্লিশ বস্তি উচ্ছেদে ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে নোটিস ছাড়া বস্তি উচ্ছেদ কার্যক্রম কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বাঙালী শব্দের আগে ‘দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিতে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মোঃ আশরাফুল আলমকে ৮ জানুয়ারি আবারও হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিতাদেশের ওপর জারি করা রুলের শুনানিতে বিব্রতবোধ করেছে হাইকোর্ট। বখাটেদের ইভটিজিংয়ের অপমানে রাজধানীর খিলগাঁওয়ে ১৬ বছর আগে সীমা বানু সিমির বিষপানে আত্মহত্যার ঘটনায় তার বাবার করা আপীল আবেদন নিম্ন (বিচারিক) আদালতে রিভিশন হিসেব নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপীল বিভাগ। এসএসসি ও এইচএসসির (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) পরীক্ষার খাতা মূল্যায়নে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক কেন নয় জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে যোগ্য শিক্ষক দিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার খাতা দেখা এবং তার জন্য পর্যাপ্ত সময় কেন দেয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বুধবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এসব আদেশ প্রদান করেছে। রাজধানীর মোহাম্মদপুরের জান্নাতবাগ চল্লিশ বস্তি উচ্ছেদে ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। এসপিকে আসতেই হবে ॥ বাঙালী শব্দের আগে ‘দুষ্কৃতকারী’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিতে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মোঃ আশরাফুল আলমকে ৮ জানুয়ারি আবারও হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার নির্ধারিত দিনে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। তলবের পরিপ্রেক্ষিতে গত ২ জানুয়ারি আদালতে হাজির হয়েছিলেন এসপি। তবে ওইদিন বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের মৃত্যুতে সুপ্রীমকোর্টের উভয় বিভাগে ছুটি ঘোষণা করা হয়েছিল। তাই তিনি আদালতে উপস্থিত হওয়ার বিষয়টি সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে আদালতকে অবহিত করেন। বিব্রতবোধ ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিতাদেশের ওপর জারি করা রুলের শুনানিতে বিব্রতবোধ করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এক বিচারক মওদুদ আহমদের করা আবেদন শুনানিতে বিব্রত বোধ করেন। আদালতে ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খুরশিদ আলম খান। এখন নিয়মানুযায়ী আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি রুল শুনানির জন্য নতুন কোন বেঞ্চে পাঠাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। নিষ্পত্তির নির্দেশ ॥ বখাটেদের ইভটিজিংয়ের অপমানে রাজধানীর খিলগাঁওয়ে ১৬ বছর আগে সীমা বানু সিমির বিষপানে আত্মহত্যার ঘটনায় তার বাবার করা আপীল আবেদন নিম্ন (বিচারিক) আদালতে রিভিশন হিসেব নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপীল বিভাগ। এই আদেশের ফলে সীমা বানুর বাবার করা আবেদন শুনানিতে বাধা কেটে গেছে। বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চ আপীল গ্রহণ করে দায়রা জজ আদালতের আদেশের বিরুদ্ধে আসামিপক্ষের আবেদন (নথিপত্র) পর্যবেক্ষণ করার আদেশ দেন। খাতা যাচাই করতে রুল ॥ এসএসসি ও এইচএসসির (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) পরীক্ষার খাতা মূল্যায়নে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক কেন নয় জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে যোগ্য শিক্ষক দিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার খাতা দেখা এবং তার জন্য পর্যাপ্ত সময় কেন দেয়া হবে না তাও জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। জনস্বার্থে করা এ রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে এ্যাডভোকেট মনজিল মোরসেদ নিজেই শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
×