ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা প্রহৃত

আওয়ামী লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৮:৩২, ৪ জানুয়ারি ২০১৭

আওয়ামী লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৩ জানুয়ারি ॥ লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাকে আটকে রেখে মারধরের ঘটনার অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিনজনসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চন্দ্রগঞ্জ থানায় আহত মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ নিজে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, ইউপি সদস্য হারুন, পরান, স্থানীয় ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক টিপু সুলতান, চৌকিদার (গ্রাম পুলিশ) আবদুল্লাসহ অজ্ঞাত আরও ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া মঙ্গলবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এ পর্যন্ত কেউ গ্রেফতার হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনাকে ষড়যন্ত্রমূলক ও অপপ্রচার দাবি করেছেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চৌধুরী। তিনি মঙ্গলবার বিকেলে তাঁর ইউপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনার অভিযোগ অস্বীকার করেন।
×