ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জিজ্ঞাসাবাদে শীলা ও তৃষা

গোপন আস্তানা ছাড়তে চাইলেই নির্যাতন, মৃত্যু

প্রকাশিত: ০৮:২৫, ৪ জানুয়ারি ২০১৭

গোপন আস্তানা ছাড়তে চাইলেই নির্যাতন, মৃত্যু

শংকর কুমার দে ॥ নব্য জেএমবির জঙ্গী গোপন আস্তানাগুলো ছিল একেকটি কারাগারের অন্ধ প্রকোস্ট, যেখানে একবার প্রবেশ করলে আর বের হওয়ার উপায় নেই। জঙ্গী আস্তানার বাইরের জগতের সঙ্গে যোগাযোগ কিংবা জঙ্গী আস্তানা থেকে পালিয়ে আসার চেষ্টা করলে নির্ঘাত নির্যাতন ও মৃত্যু অনিবার্য। দ্বিতীয় দফায় রিমান্ডে আনার পর এ ধরনের কথা বলেছেন দুই নারী জঙ্গী জেবুন্নাহার শিলা ও উম্মে আয়েশা ওরফে তৃষা মণি। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সূত্রে এ খবর জানা গেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানান, শীর্ষ জঙ্গী নেতা মাঈনুল ইসলাম মুসা কোথায়? কোথা থেকে সুইসাইডাল ভেস্ট, অস্ত্র, গ্রেনেড, বোমা, বিস্ফোরক সংগ্রহ করা হয়েছে? আর কোথায় নব্য জেএমবির জঙ্গী আস্তানা রয়েছে? নব্য জেএমবির পলাতক জঙ্গীদের পরিকল্পনা কি? দুই নারী জঙ্গীকে ফের দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ডে এনে এ ধরনের প্রশ্নের উত্তর জানতে চেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, টপ নারী জঙ্গীদের একজন জেবুন্নাহার শিলাকে জঙ্গীবাদবিরোধী বিষয়ে নার্সিং করেছে তদন্তকারীরা। তার নিজের দুই সন্তান, মা-বাবা, বাস্তবতা, ইত্যাদির কথা মনে করিয়ে দেয়ায় তিনি অনুতপ্ত ও অনুশোচনার কথা বলেছেন জিজ্ঞাসাবাদের উত্তরে। তবে নব্য জেএমবির জঙ্গীদের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য সম্পর্কে এখনও সম্পূর্ণ তথ্য দেয়নি শিলা। রাজধানীর পূর্ব আশকোনার সূর্য ভিলা নামের জঙ্গী আস্তানা থেকে জঙ্গীবিরোধী অভিযানে গ্রেফতার হওয়া জেবুন্নাহার শিলা ও উম্মে আয়েশা ওরফে তৃষœা মণিকে সোমবার আদালত থেকে ফের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করার পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে দুই নারী জঙ্গী শিলা ও তৃষা মণিকে। এই দুই নারী জঙ্গীরা হলেন, মিরপুরের রূপনগরে নিহত মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার ওরফে শিলা ও পলাতক জঙ্গী নেতা মাঈনুল ইসলাম ওরফে মুসার স্ত্রী উম্মে আয়েশা ওরফে তৃষা মণি। জিজ্ঞাসাবাদে দুই নারী জঙ্গী বলেছেন, আশকোনার সূর্য ভিলা নামক জঙ্গী আস্তানায় অস্ত্র-বিস্ফোরক মজুদ রাখার আসল রহস্যও জানে একমাত্র মুসাই।
×