ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতির অভিযোগ ॥ নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৬:০৩, ৪ জানুয়ারি ২০১৭

দুর্নীতির অভিযোগ ॥ নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ

দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেজ্ঞামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন, ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে বিস্তারিত কিছু বলেননি তিনি। অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। তদন্ত কর্মকর্তারা তার বাসায় আসার আগে নেতানিয়াহু বরাবরের মতোই দাবি করেন, তিনি নির্দোষ। গণমাধ্যম ও রাজনৈতিক প্রতিপক্ষকে হুঁশিয়ার করে তিনি বলেন, বিভাজনের রাজনীতি বন্ধ করুন। কিছুই হবে না, কারণ কিছুই ঘটেনি। জেরুজালেম পোস্ট জানিয়েছে, নেতানিয়াহুর জেরুজালেমের বাসভবনে তদন্তকারীরা তাকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। দেশী-বিদেশী ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে হাজার হাজার ডলার নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। -বিবিসি কর্নাটক স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড় বর্ষবরণের রাতে শ্লীলতাহানি ভারতে বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে মহিলাদের অবাধ শ্লীলতাহানির ঘটনা গোটা দেশে চাঞ্চল্য সৃষ্টি করলেও রাজ্যেটির স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর মহিলাদের সম্ভ্রম রক্ষায় পুলিশী ব্যর্থতার জন্য ক্ষমা না চেয়ে তিনি বলেন, এমন ঘটনা ঘটতেই পারে। খবর এই সময়ের। মন্ত্রীর দাবি, আজকাল ছেলেমেয়েরা পশ্চিমী সভ্যতার অনুকরণ করছে বলেই এ ধরনের ঘটনা ঘটে। স্বরাষ্ট্রন্ত্রীর এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু টুইটে লিখেছেন, কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী যে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন, তার সমালোচনা করছি। এ ধরনের লজ্জাজনক গণশ্লীলতাহানির পরও দোষীদের শাস্তি হবে না, এটা হতে পারে না। বেঙ্গালুরু একটা প্রাণবন্ত শহর।
×