ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোটার তালিকায় যুক্ত হলেন আরও ১৪ লাখ ৯৭ হাজার

প্রকাশিত: ০৫:৪৫, ৩ জানুয়ারি ২০১৭

ভোটার তালিকায় যুক্ত হলেন আরও ১৪ লাখ ৯৭ হাজার

স্টাফ রিপোর্টর ॥ সারাদেশে বিদ্যমান ভোটার তালিকার সঙ্গে যোগ হয়েছে আরও ১৪ লাখ ৯৭ হাজার ৬২৭ জন নতুন ভোটার। সোমবার নির্বাচন কমিশন চলমান ভোটার তালিকার হালনাগাদের খসড়া প্রকাশ করেছে। খসড়া তালিকায় নতুন করে এই পরিমাণ ভোটার যোগ হয়েছে। নতুন খসড়া তালিকায় পুরুষ ভোটার যোগ হয়েছে ৯ লাখ ২ হাজার ৮১২ জন এবং নারী ভোটার যোগ হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ৮৬০ জন। নির্বাচন কমিশন জানিয়েছে, দেশে বিদ্যমান ভোটার সংখ্যা রয়েছে ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। বিদ্যমান ভোটারের সঙ্গে হালনাগাদকৃত নতুন ভোটার যোগ হয়ে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ২৯ লাখ ৩৮ হাজার ২২৮ জন। তবে কমিশন থেকে বলা হয়েছে খসড়া ভোটার তালিকার ওপর দাবি আপত্তি নিষ্পত্তির পর আগামী ৩১ জানুয়ারি হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা এর চেয়ে কম বা বেশি হতে পারে। কমিশন জানিয়েছে, ভোটার তালিকা হালনাগাদ ইসি একটি চলমান প্রক্রিয়া। প্রতি বছরই নতুন নতুন ভোটার অন্তর্ভুক্তির জন্য হালনাগাদ কার্যক্রম চালু রয়েছে। বাড়ি বাড়ি গিয়ে প্রাপ্ত বয়স্কদের তথ্য সংগ্রহ করে তা নিবন্ধন করা হচ্ছে। তবে গত বছর নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়নি। ’১৫ সালে হালনাগাদের সময় ২০১৭-১৮ সালে যারা ভোটার হবেন তাদের অগ্রিম তথ্য সংগ্রহ করে নিবন্ধন করা হয়েছে। বয়স পূর্ণ হওয়ায় এ বছর স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় স্থান পেয়েছে। আগামী ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশে নতুন ভোটার হওয়া যে কেউ আগামী যে কোন নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে ২০১৫ সালে ভোটার তথ্য সংগ্রহের সময় অপ্রাপ্ত বয়স্কদের পর্যাপ্ত তথ্য সংগ্রহ না হওয়ার কারণে নতুন করে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য এ বছর ২৫ নবেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ইসির পক্ষ থেকে বিশেষ সুযোগ দেয়া হয়। দেশের প্রত্যেক উপজেলা নির্বাচন অফিসে বসেই ভোটার নিবন্ধন করা হয়েছে। এতে চলমান ভোটার তালিকা হালনাগাদে মোট ৩ লাখ ৭১ হাজার ১৭ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়া আগের বছর ২০১৫ সালে হালনাগাদের সময় যেসব নাগরিকের তথ্য অগ্রিম সংগ্রহ করা হয়েছিল তাদের মধ্যে যারা ইতোমধ্যে ভোটার হওয়ার যোগ্য হয়েছেন তাদের খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এরূপ ভোটারের সংখ্যা ১১ লাখ ২৬ হাজার ৬৫৫ জন। ইসি জানিয়েছে, সোমবার প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি আপত্তি নিষ্পত্তির পর ৩১ জানুয়ারি ২০১৭ হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ ধরা হয়েছে আগামী ১৭ জানুয়ারি মঙ্গলবার। সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত দরখাস্তসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ২২ জানুয়ারি রবিবার। রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত দরখাস্তের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ তারিখ ২৭ জানুয়ারি শুক্রবার। এরপরই ৩১ জানুয়ারি হালনাগাদকৃত চূড়ান্ত করা হয়। ইসি বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে সোমবার প্রকাশিত খসড়া ভোটার তালিকা সর্বসাধারণের প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিস, সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের (উপজেলা/থানা নির্বাচন) অফিস, রিভাইজিং অথরিটির কার্যালয়, ইউনিয়ন পরিষদ/ পৌরসভা/ওয়ার্ড অফিস/ক্যান্টনমেন্ট বোর্ড অথবা রেজিস্ট্রেশন কেন্দ্র অথবা জনগুরুত্বপূর্ণ যে কোন স্থানে উন্মুক্ত রাখা হয়েছে। এতে কারও ভোটার তালিকায় আপত্তি থাকলে দাবি, আপত্তি ও সংশোধনীর দরখাস্তসমূহ নির্ধারিত ফরমে সংশোধনকারী কর্তৃপক্ষকে সম্বোধন করে ১৭ জানুয়ারি ২০১৭ তারিখের মধ্যে দাখিল করতে হবে। দাখিলকৃত দাবি, আপত্তি ও সংশোধনসংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন কর্তৃক প্রতিটি উপজেলার ভোটার এলাকার জন্য ক্ষেত্রবিশেষে আঞ্চলিক কর্মকর্তা/ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা/ জেলা নির্বাচন কর্মকর্তা/উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এবং সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারদের এবং কতিপয় বিশেষ এলাকার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)/ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটদের সংশোধনকারী কর্তৃপক্ষ (রিভাইজিং অথরিটি) নিয়োগ করা হয়েছে।
×