ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএইচআরএফের নয়া কমিটি

সভাপতি তৌফিক মারুফ সাধারণ সম্পাদক নিখিল মানখিন

প্রকাশিত: ০৫:৪৪, ১ জানুয়ারি ২০১৭

সভাপতি তৌফিক মারুফ সাধারণ সম্পাদক নিখিল মানখিন

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য খাতে কর্মরত সাংবাদিকদের পেশাগত সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) ২০১৭-২০১৮ বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত সংগঠনের এক বিশেষ সাধারণ সভায় কালের কণ্ঠের তৌফিক মারুফকে পুনরায় সভাপতি এবং জনকণ্ঠের নিখিল মানখিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার পাঠানো সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবগঠিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম’র নুরুল ইসলাম হাসিব ও চ্যানেল আই এর জান্নাতুল বাকেয়া কেকা, যুগ্ম সম্পাদক নয়া দিগন্তের হামিম উল কবীর, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদের সেবিকা দেবনাথ, অর্থ সম্পাদক আলোকিত বাংলাদেশের নেসার উদ্দিন আহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ইনকিলাবের হাসান সোহেল। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন শিশির মোড়ল (প্রথম আলো), পরিমল পালমা (ডেইলী স্টার), লাবনী গুহ (বৈশাখী টেলিভিশন), আয়নাল হোসেন (বণিক বার্তা), মাজেদুল নয়ন (বাংলানিউজ), রাশেদ রাব্বী (যুগান্তর) ও রাজবংশী রায় (সমকাল)। সভায় এছাড়াও একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়। চালু হবে সাধারণ জরুরী বিভাগ ॥ ডাঃ কামরুল বিএসএমএমইউতে শীঘ্রই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ জরুরী বিভাগ চালুর কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। শীঘ্র্ই সাধারণ জরুরী বিভাগ চালু করা হবে। এ বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নাধীন ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ৩০০ শয্যাই জরুরী বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে। শনিবার, সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাঃ মিলন হলে অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ইমারজেন্সি মেডিসিন (বিএসইএম)-এর ২ দিনব্যাপী ৭ম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বিষয়টি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। বাংলাদেশ সোসাইটি অব ইমারজেন্সি মেডিসিন (বিএসইএম)-এর ৭ম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক উপদেষ্টা যুক্তরাষ্ট্রের অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, সংশ্লিষ্ট বিষয়ে আন্তর্জাতিক উপদেষ্টা যুক্তরাজ্যের ডাঃ এম ওহিদুল আলম। -বিজ্ঞপ্তি চিতাবাঘ... এক গবেষণায় বলা হয়েছে, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে চিতাবাঘ। এই বিলুপ্তির জন্য খাদ্য ও উপযুক্ত বাসস্থানের স্বল্পতাকে দায়ী করা হয়েছে। সম্প্রতি নামিবিয়ার এক চিড়িয়াখানায় এক পুং চিতা তার সঙ্গিনীকে আদর করছে-এএফপি আজ কবি দীপ্তি ইসলামের জন্মদিন কবি ও কলাম লেখক দীপ্তি ইসলামের জন্মদিন আজ ১ জানুয়ারি। তিনি ১৯৭৭ সালের এই দিনে বরিশালের ব্রজমোহন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার ইডেন মহিলা কলেজ থেকে সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। দীর্ঘ ১৫ বছর বিভিন্ন লেখা ও কবিতার সঙ্গে যুক্ত তিনি। তার তিনটি কবিতার বই ও একটি গল্পের বই প্রকাশিত হয়েছে। পত্র-পত্রিকায় উপ-সম্পাদীয়, সাহিত্য, তরুণ প্রজন্ম, নারী ও সৃজনশীল বিভিন্ন বিষয়ে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে।-বিজ্ঞপ্তি
×