ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মাগুরায় ঘন কুয়াশায় ৫ শতাধিক শিশু হাসপাতালে

প্রকাশিত: ০৬:১১, ৩০ ডিসেম্বর ২০১৬

মাগুরায় ঘন কুয়াশায় ৫ শতাধিক শিশু হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৯ ডিসেম্বর ॥ প্রচ- শীত ও কুয়াশার কারণে শিশুদের মধ্যে নিউমোনিয়া, জ্বর ও কাশি রোগের প্রকোপ দেখা দিয়েছে। এক সপ্তাহে ৫ শতাধিক শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। ফলে ১০০ বেডের সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ১০ জনের স্থলে ৭৫ শিশু ভর্তি রয়েছে। বেডের অভাবে মেঝেতে থাকতে হচ্ছে। ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে । জানা গেছে, জেলার চারটি উপজেলায় শীত ও ঘন কুয়াশার কারণে শিশুদের মধ্যে নিউমোনিয়া, জ্বর ও কাশি রোগের প্রকোপ দেখা দিয়েছে। এক মাস থেকে ৪ বছর বয়সী শিশুরা এই রোগে ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে। এক সপ্তাহে ৫ শতাধিক শিশু এ রোগে আক্রান্ত হয়েছে। অভিভাবকরা তাদের অসুস্থ শিশুদের নিয়ে হাসপাতালে যাচ্ছেন। জেলা শহরের ১০০ বেডের সদর আধুনিক হাসপাতালে শিশু ওয়ার্ডে ১০ বেড রয়েছে । সেখানে শিশু ভর্তি রয়েছে ৭৫। শিশুদের মেঝে ও বারান্দায় থাকতে হচ্ছে। বিভিন্ন ক্লিনিক ও চিকিৎসকের প্রাইভেট চেম্বারে শিশুরোগীদের ভিড় দেখা যাচ্ছে।
×