ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানবপাচার ও জিম্মিকারী চক্রের ১৬ জন গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৭, ২৯ ডিসেম্বর ২০১৬

মানবপাচার ও জিম্মিকারী চক্রের ১৬ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিভিন্ন এলাকা ও নারায়ণগঞ্জ থেকে আন্তর্জাতিক মানবপাচার ও জিম্মিকারী চক্রের ১৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নকল ভিসা, দেশী-বিদেশী পাসপোর্ট ও ভিসা-পাসপোর্ট তৈরির সরঞ্জামসহ নগদ প্রায় ১২ লাখ টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে লিবিয়ায় চার জন ও দেশের ভেতরে দুজন অপহৃতকে উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার সবুজবাগের মোঃ ওয়াহেদুর রহমান (৩২), সুব্রত দাশ (২৬), জামান জালালী (৪৪), নারায়ণগঞ্জের মোঃ হানিফ (৩০), ঢাকা কদমতলীর ওমর ফারুক ওরফে মিলন (৩৫), খিলগাঁওয়ের রমজান আলী (৩২), রফিকুল ইসলাম ওরফে রফিক (৫৭), মোয়াজ্জল হোসেন (৪২), খায়রুল আলম (৩৭), বাড্ডার ফকরুল ইসলাম (৪৪), গাজীপুরের আবু তালেব (৪০), মতিঝিলের ফকরুল ইসলাম (৩৫), সিদ্ধিরগঞ্জের হাসান মিয়া (৩১), মুগদার রাজবীর হোসেন ওরফে রকিবুল হাসান ওরফে রাব্বি (২২), ফকরুল ইসলাম ওরফে সোহাগ (২৫), নোয়াখালীর আকতার হোসেন ওরফে সুমন (২৭)। বুধবার র‌্যাব মিডিয়া সেন্টারে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল আনোয়ার এক সংবাদ সম্মেলনে জানান, গত ১৭ ডিসেম্বর লিবিয়ায় এক অপহৃতের বড় ভাইয়ের অভিযোগের ভিত্তিতে এদের গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ২১টি পাসপোর্ট, ১৯৮১টি বিভিন্ন দেশের জাল ভিসা, একটি আইডি কার্ড মেশিন, ১৬টি ফয়েল মেশিন, একটি ফটোকপি মেশিন, চারটি প্রিন্টার, একটি কম্পিউটার মনিটর, দুইটি লেমিনেটিং মেশিন, একটি সিপিইউ, এক কার্টন রিবন, ২০টি কাঠের ফ্রেম, ১০১টি সিল মোহর, ১০টি স্ট্যাম্প প্যাড, একটি স্ক্যানার মেশিন, একটি ল্যাগেজ, একটি মেশিন বহনকারী ট্রলি, ৮৫০টি পুলিশ ক্লিয়ারেন্স ফরম, ৩৫টি কুয়েতি দিনার স্টিকার, সাতটি বিএমইটি ইমিগ্রেশন জাল কার্ড, পাঁচটি জাল ড্রাইভিং লাইসেন্স,সাতটি মোবাইল ফোন, তিনটি ব্যাংকের এটিএম কার্ড, একটি মানি ডিটেক্টর মেশিন ও নগদ ১১ লাখ ৬৯ হাজার ৮৬৮ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ছয় জনের মধ্যে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের হেফাজতে চার জন ও র‌্যাব-৩-এর হেফাজতে দুজন রয়েছেন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের হেফাজতে রয়েছেন কিশোরগঞ্জের মোঃ সোহেল (২০), সিলেটের মোঃ জোবায়ের (২২), জামালপুরের মোঃ ফজলুল হক (৪০), নোয়াখালীর মোঃ জহির (২৫)। এছাড়া র‌্যাব-৩ এর হেফাজতে আছেন শরিয়তপুরের মোঃ রোমান (১৯) ও সিলেটের মামুনুর রশিদ চোধুরী (২২)। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল আনোয়ার বলেন, এই চক্রটি ২০০৭ সাল থেকে অবৈধভাবে নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। অধিক অর্থ উপার্জনের লোভ দেখিয়ে অবৈধভাবে লিবিয়ায় প্রেরণ করে। লিবিয়ায় অবস্থিত জালিয়াতচক্রের প্রতিনিধি ও কয়েকজন লিবিয়ান নাগরিক মিলে বাংলাদেশ থেকে যাওয়া লোকদের অপহরণ করে। অপহরণের পর আটক রেখে তাদের অত্যাচার করা হয় এবং এই সংবাদ পরিবারকে দিয়ে মুক্তিপণ আদায় করে। বাংলাদেশে পরিবারের সদস্যদের কাছ থেকে তাদেরই একটি চক্র টাকা গ্রহণ করে। এভাবেই তারা দীর্ঘদিন ধরে অপরাধ করে আসছিল।
×