ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আজ জেএসসি, জেডিসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল

প্রকাশিত: ০৫:৪৩, ২৯ ডিসেম্বর ২০১৬

আজ জেএসসি, জেডিসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল

স্টাফ রিপোর্টার ॥ জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ বৃহস্পতিবার। প্রথমে সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। পরে দুপুুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। আর দুপুর ১টায় নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল ঘোষণা করবেন গণশিক্ষামন্ত্রী। দুই মন্ত্রীর সংবাদ সম্মেলনের পরপরই ফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি যে কোন মোবাইল ফোন থেকে এসএমএস করেও সমাপনী পরীক্ষার ফল জানা যাবে। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (িি.িফঢ়ব.মড়া.নফ) এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (িি.ি বফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ) এবং শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (িি.িসড়বফঁ.মড়া.নফ) ও সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ই-মেইল এর মাধ্যমে সংগ্রহ করা যাবে। দেশের দুই হাজার ৭৩৪টি কেন্দ্রে এ বছর অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং মাদ্রাসার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নেয় মোট ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী। এই পরীক্ষা গত ১ নবেম্বর শুরু হয়। আর জেএসসি পরীক্ষা শেষ হয় ১২ নবেম্বর এবং জেডিসি পরীক্ষা শেষ হয় ১৯ নবেম্বর। বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজী প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা এবার সৃজনশীল প্রশ্নে নেয়া হয়।
×