ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বড়দিনে বন্ধ হিলি বন্দরে পণ্য আমদানি-রফতানি

প্রকাশিত: ০৫:১৫, ২৬ ডিসেম্বর ২০১৬

বড়দিনে বন্ধ হিলি বন্দরে পণ্য আমদানি-রফতানি

খ্রীস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে রবিবার সকাল থেকে বন্ধ রয়েছে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম। ফলে এই বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোন ধরনের পণ্য আমদানি-রফতানি হবে না। তবে ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টে যাত্রী পারাপার চালু থাকবে। এছাড়া বন্দরের বেসরকারী ওয়্যার হাউস পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য উঠা-নামার কাজও থাকবে বন্ধ। তবে সোমবার থেকে যথারীতি শুরু হবে এই বন্দরের কার্যক্রম। বাংলাহিলি কাস্টমস সিএ্যান্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, খ্রীস্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে বন্দরের দুই অংশের ব্যবসায়ীরা রবিবার বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। -স্টাফ রিপোর্টার, দিনাজপুর
×