ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলতে কাল ভারত যাচ্ছে বাংলাদেশ দল

বাংলাদেশের লক্ষ্য আপাতত সেমিফাইনাল

প্রকাশিত: ০৪:০৭, ২৫ ডিসেম্বর ২০১৬

বাংলাদেশের লক্ষ্য আপাতত সেমিফাইনাল

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসর আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে। ৪ জানুয়ারি পর্যন্ত ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে বরাবরের মতোই অংশ নেবে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। এই আসরকে সামনে রেখে কোচ গোলাম রব্বানী ছোটন শনিবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেছেন। সাফ ফুটবলে অংশ নিতে সোমবার সকাল সাড়ে ১০টায় বিমানযোগে ভারতের শিলিগুড়িতে রওনা হবে বাংলাদেশ দল। এ উপলক্ষে শনিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের সম্মেলন কক্ষে। এতে উপস্থিত ছিলেন মহিলা দলের পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন, সহ-অধিনায়ক মাইনু মারমা, কোচ গোলাম রব্বানী ছোটন, সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু এবং দলের ম্যানেজার মাহফুজা বেগম প্রমুখ। সম্মেলনে ডন মহিলা দলকে অনুশীলন জার্সি হস্তান্তর করেন। আসন্ন সাফে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘বি’তে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং আফগানিস্তান। সিনিয়র দলে না হলেও জুনিয়র বা বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য রীতিমতো ঈর্ষণীয়। প্রথমবারের মতো অনুর্ধ-১৬ এএফসি কাপে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে ছোটনের শিষ্যর। সাফে গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে দুটি ম্যাচ। ২৯ ডিসেম্বর বাংলাদেশ খেলবে আফগানিস্তান এবং ৩১ ডিসেম্বর খেলবে স্বাগতিক ভারতের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। বাংলাদেশের গ্রুপে তিন দল হওয়ায় দুই ম্যাচের একটি জিতলেই সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত বাংলাদেশের। কিন্তু সেটি এত সহজে হবে, সেটা ভাবার কোন কারণ নেই। এজন্য আপাতত সেমিফাইনাল খেলাই প্রাথমিক লক্ষ্য সাবিনা বাহিনীর। টুর্নামেন্টের সেমিফাইনাল হবে ২ জানুয়ারি এবং ফাইনাল হবে ৪ জানুয়ারি। গ্রুপ ‘এ’তে রয়েছে চারটি দল : নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। চার দলের গ্রুপের প্রতিদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে বাংলাদেশের গ্রুপ ‘বি’তে তিন দল। এই গ্রুপে রোজ একটি করে ম্যাচ হবে। বাফুফে এবারের মহিলা সাফটাকে তারা নিয়েছে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে। আগামী বছর সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুর্ধ-১৬ দলের মেয়েরা খেলবে এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপের মূলপর্বে। সেখানে শীর্ষ তিন দলের মধ্যে থাকতে পারলে উরুগুয়েতে অনুষ্ঠিতব্য ২০১৮ সালের ফিফা অনুর্ধ-১৭ মহিলা বিশ্বকাপের মূলপর্বে খেলতে পারবে বাংলাদেশের মেয়েরা। গত এক বছরে অনুর্ধ-১৪ দল দুটি (নেপাল ও তাজিকিস্তানে অনুষ্ঠিত) এবং অনুর্ধ-১৬ দল একটি (ঢাকায় অনুষ্ঠিত) শিরোপা জিতেছে কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে। তাই সাফে জাতীয় দলে থাকছে অনুর্ধ-১৬ দলের ফুটবলারদের প্রাধান্য। তবে বাংলাদেশ দলে সিনিয়র কিছু ফুটবলারও (৫ জন : সাবিনা খাতুন, সাবিনা আক্তার, মুনমুন আক্তার, মাইনু মারমা, ইশরাত জাহান রতœা) নেয়া হয়েছে। চার বছর পর যখন এই মেয়েদের বয়স ২০ হবে, তখন লক্ষ্য হবে সাফের শিরোপা জেতা। উল্লেখ্য, ২০১০ সাল থেকে দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়ে আসছে সাফ চ্যাম্পিয়নশিপ। টানা তিন আসরেই চ্যাম্পিয়ন হয় ভারত। মজার ব্যাপারÑ প্রতিবারই রানার্সআপ হয় নেপাল। বাংলাদেশ তৃতীয় হয় ২০১০ এবং ২০১৪ আসরে। এখন দেখার বিষয়, এবার তারা কেমন ফল করে।
×