ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৪৫, ২৩ ডিসেম্বর ২০১৬

শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ এতদিন ভোট কারচুপির আশঙ্কা করলেও সুষ্ঠু নির্বাচন হওয়ায় ভোটের দিন স্বস্তি প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে উল্লেখ করে তিনি স্বস্তি প্রকাশ করেন। উল্লেখ্য, এর আগে দেশের যে কোন নির্বাচনের দিনে দফায় দফায় সংবাদ সম্মেলন করে বিএনপির পক্ষ থেকে ভোট কারচুপির অভিযোগ করলেও এবার সে সুযোগ পায়নি দলটি। নির্বাচনের পরিবেশ সন্তোষজনক উল্লেখ করে রিজভী ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এদেশে গণতন্ত্র এখনও দুর্বল, তাই গণতন্ত্রকে সতেজ ও বলশালী করার জন্য মানুষের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরী। রিজভী বলেন, নাসিক নির্বাচন নিয়ে নানা অনিশ্চয়তা ও শঙ্কা থাকলেও বৃহস্পতিবার সকাল থেকেই ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শীতের সকালে হিম হাওয়া ও ঘন কুয়াশা উপেক্ষা করে ভোটাররা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন সেজন্য বিএনপির পক্ষ থেকে তাদের সালাম, কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী সপু প্রমুখ।
×