ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

এক বছরে ইয়াবায় আসক্তি ২০ শতাংশ বেড়েছে

প্রকাশিত: ০৮:৪৯, ২০ ডিসেম্বর ২০১৬

এক বছরে ইয়াবায় আসক্তি ২০ শতাংশ বেড়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীরা বেশি ইয়াবা সেবন করে বলে দাবি করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। সোমবার তেজগাঁওয়ে অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে অধিদফতরের পরিচালক (অপারেশন্স ও গোয়েন্দা) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ জানান, দেশে গত এক বছরে ইয়াবা আসক্তি প্রায় ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। এর সিংহভাগই স্কুল-কলেজের তরুণ-তরুণী। তবে বর্তমানে কতজন ইয়াবায় আসক্ত সে বিষয়ে কোন স্টাডি না থাকলেও মাদকসেবী নারীদের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। তিনি জানান, আজ (মঙ্গলবার) ভারতে অধিদফতরের মহাপরিচালক পর্যায়ের বৈঠকের কথা রয়েছে। সেখানে সীমান্তপথে আসা ইয়াবা এবং ফেনসিডিল নিয়ে আলোচনা হবে। অধিদফতরের ঢাকা মেট্রোর ডেপুটি ডিরেক্টর মুকুল জ্যোতি চাকমাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×