ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আসছে রোবট প্লেন

প্রকাশিত: ০৫:২৩, ১৯ ডিসেম্বর ২০১৬

আসছে রোবট প্লেন

ব্রিটেনের আকাশে পরীক্ষামূলকভাবে উড়ানো হবে রোবট বিমান। স্বয়ংক্রিয়ভাবে বিমান নিয়ন্ত্রণ সিস্টেমের সহায়তায় আকাশে উড়ানো হবে এ বিমান। খবরে বলা হয়েছেÑ এ রোবট বিমান আকাশে একটানা ৯০ মিনিট উড়ন্ত অবস্থায় থাকতে পারবে। তবে স্বয়ংক্রিয় হলেও এ বিামনটি টেক-অফ এবং ল্যান্ডিংয়ের সময় একজন পাইলট তা নিয়ন্ত্রণ করবেন। আরও খবর হলো এ বিমানের পরিচালন সফটওয়্যারের সঙ্গে আরও সেন্সর সংযুক্ত রয়েছে। এসব সেন্সর মেঘের পরিস্থিতি এবং আশপাশে উড়ে চলা অন্য বিমানকে নজরদারি করতে পারবে। ব্রিটিশ এ্যারোস্পেস এ্যান্ড ডিফেন্সের প্রযুক্তি ও গবেষণা প্রধান মরেন ম্যাককুয়ে বলেন, আমরা এমন সম্ভাবনার লক্ষ্যে কাজ করছি, যাতে আমাদের মানুষবিহীন সিস্টেম উচ্চমাত্রার নিয়ন্ত্রিত পরিবেশে উড্ডয়ন করতে পারে। তিনি বলেন, এ রোবট প্লেনে একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এ ক্যামেরা দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ভারি মেঘকে এড়িয়ে যেতে সহায়তা করবে। -বিবিসি
×