ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রিসবেন টেস্ট

পাকিস্তানের সামনে অসম্ভব লক্ষ্য

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ ডিসেম্বর ২০১৬

পাকিস্তানের সামনে অসম্ভব লক্ষ্য

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ইনিংসে ব্যাটিং ভরাডুবির পর ব্রিসবেন টেস্টে কার্যত হার দেখছে পাকিস্তান। জয়ের জন্য ৪৯০ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে মিসবাহ-উল হকদের সংগ্রহ ৭০ রান। আজহার আলি ৪১ রান নিয়ে ব্যাট করছেন, খাতা খোলার অপেক্ষায় ইউনুস খান। ৮ উইকেট হাতে নিয়ে শেষ দুইদিনে আরও ৪২০ রান চাই তাদের। প্রথম ইনিংসে ১৪২ রানে গুটিয়ে যাওয়া দলের জন্য যা অসম্ভব। টেস্ট ইতিহাসে ৪শ’র ওপরে রান তাড়া করে জয়ের ঘটনাই মাত্র একটি, ২০০৩ সালে সেন্ট জোন্সে ৪১৮/৭ করে ৩ উইকেটে জিতেছিল ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় পাকিস্তানের নিজেদের রেকর্ডটা ৩৮২/৩, গত বছর পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে। অতিথি ব্যাটসম্যানরা যেখানে দিশেহারা সেখানে প্রথম ইনিংসে ৪০২ রান করার পর ৫ উইকেটে ২০২ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও তরুণ পিটার হ্যান্ডসকম্ব। শনিবার তৃতীয়দিন ৮ উইকেটে ৯৭ রান নিয়ে শুরু করা সফরকারীরা প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ১৪২ রানে অলআউট হয়। তবে পাকিস্তানকে ফালোঅন না করিয়ে ২৮৭ রানের লিড নিয়ে ফের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলীয় অধিনাযক। এবারও জ্বলে ওঠেন ফর্মের তুঙ্গে থাকা স্মিথ। মাত্র ৭০ বলে ১১ চারের সাহায্যে খেলেন ৬৩ রানের ইনিংস। প্রথম ইনিংসে করেছিলেন ১৩০ রান। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরে টালমাটাল হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া দল। তবে ব্যাট হাতে স্মিথ আছেন নিজের মতোই। শেষ ছয় ইনিংস তার রান ৪৮*, ৩১, ৫৯, ৪০, ১৩০ ও ৬৩। ওয়ানডেতেও তার ব্যাট হাসছে সমান তালে। যেখানে ছয় ইনিংসে করেছেন ১০৮, ২১, ০, ১৬৪, ৭২ ও ০। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অসি সেনপাতির দুরন্ত ব্যাটিংই মূলত পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেয়। দ্বিতীয় ইনিংসে উসমান খাজার ৭৪ এবং ২ ৬ বলে হ্যান্ডসকম্ব করেন অপরাজিত ৩৫। প্রথম ইনিংসে পাকিস্তানকে আরও বড় লজ্জা থেকে বাঁচিয়েছেন সরফরাজ আহমেদ। ৬৭ রানে ৮ উইকেট হারান সফরকারীদের বলতে গেলে একাই টেনে তুলেছেন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মোহাম্মদ আমির। ১০ নম্বরে নেমে ২১ রান করেন এই ফাস্ট বোলার। সরফরাজের সঙ্গে গড়েন ৫৪ রানের জুটি। এরপর রাহাত আলীকে নিয়ে আরও ২১ রান তোলেন সরফরাজ। ৪ রান করে রানআউট হয়ে ফেরেন রাহাত। অন্যপ্রান্তে সরফরাজ তখন ৫৯ রানে অপরাজিত। ৬৪ বলের ইনিংসটিতে ৬টি চার মেরেছেন পাকিস্তান টি২০ অধিনায়ক। মিচেল স্টার্ক, জস হ্যাজলউড ও জ্যাকশন বার্ড প্রত্যেকে নিয়েছেন ৩টি করে উইকেট। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৪২৯/১০ (১৩০.১ ওভার; স্মিথ ১৩০, হ্যান্ডসকম্ব ১০৫, রেনশ ৭১, ওয়ার্নার ৩২, লেয়ন ২৯, খাজা ৪, ওয়েড ৭; আমির ৪/৯৭, ওয়াহাব ৪/৮৯, ইয়াসির ২/১২৯) ও দ্বিতীয় ইনিংস ২০২/৫ ডিক্লেঃ (৩৯ ওভার; খাজা ৭৪, স্মিথ ৬৩, হ্যান্ডসকম্ব ৩৫, ওয়ার্নার ১২; রাহাত ২/৪০, আমির ১/৩৭)। পাকিস্তান প্রথম ইনিংস ১৪২/১০ (৫৫ ওভার; সরফরাজ ৫৯*, আসলাম ২২, আজহার ৫, বাবর ১৯, ইউনুস ০, মিসবাহ ৪, শফিক ২, ওয়াহাব ১, আমির ২১; স্টার্ক ৩/৬৩, হ্যাজলউড ৩/২২, বার্ড ৩/২৩) ও দ্বিতীয় ইনিংস ৭০/২ (৩৩ ওভার; আজহার ৪১*, সামি ১৫, বাবর ১৪, ইউনুস ০*; স্টার্ক ১/২৮, লেয়ন ১/১৩)। ** তৃতীয়দিন শেষে
×