ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম শ্রেণীর লটারি ২৪ ডিসেম্বর

রাজধানীর সরকারী স্কুলে ভর্তিযুদ্ধ শুরু

প্রকাশিত: ০৫:১১, ১৮ ডিসেম্বর ২০১৬

রাজধানীর সরকারী স্কুলে ভর্তিযুদ্ধ শুরু

স্টাফ রিপোর্টার ॥ ‘ক’ গ্রুপের স্কুলগুলোর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শনিবার থেকে শুরু হয়েছে রাজধানীর সরকারী স্কুলে নতুন শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ। প্রথম দিন সকালে দ্বিতীয় থেকে পঞ্চম এবং বিকেলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে। আজ ও আগামীকাল যথাক্রমে ‘খ’ ও ‘গ‘ গ্রুপের স্কুলগুলোতে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শ্রেণীতে ভর্তির লটারি ড্র অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর। সরকারী স্কুলের ভর্তি কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক এলিয়াছ হোসেইন প্রথম দিনের পরীক্ষা শেষে জানিয়েছেন, অত্যন্ত সুন্দর পরিবেশে ভর্তিপরীক্ষা শুরু হয়েছে। কোথাও কোন সমস্যা হয়নি। উপ-পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল বলেছেন, প্রথম দিন ১৩টি স্কুলের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ১২টা দ্বিতীয় থেকে পঞ্চম এবং বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে। একইভাবে অপর দুই গ্রুপের পরীক্ষাও অনুষ্ঠিত হবে। রাজধানীর ৩৮টি সরকারী মাধ্যমিক স্কুলে আবেদন জমা পড়েছে ৭১ হাজার। আসন রয়েছে ১০ হাজার ৫৯৫টি। ‘ক’ গ্রুপের স্কুলগুলো ॥ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, তেজগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়, নবাবপুর সরকারী উচ্চ বিদ্যালয়, নিউ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয়, ধানম-ি কামরুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, রূপনগর সরকারী উচ্চ বিদ্যালয়, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এ্যান্ড কলেজ, উত্তরখান সরকারী মাধ্যমিক বিদ্যালয়, কামরাঙ্গীরচর শেখ জামাল সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয়। ‘খ’ গ্রুপের স্কুলগুলো ॥ মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, বাংলাবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারী বালক উচ্চ বিদ্যালয়, সরকারী বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুল, ধানম-ি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয়, ডেমরা হাজী এমএ গফুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মাধ্যমিক বিদ্যালয়, জুরাইন শেখ কামাল সরকারী উচ্চ বিদ্যালয়, দারুস সালাম সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও ধানম-ি গভ. বয়েজ হাই স্কুল। ‘গ’ গ্রুপের স্কুলগুলো ॥ ধানম-ি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, টিকাটুলী কামরুন্নেছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, গণভবন সরকারী উচ্চ বিদ্যালয়, মিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়, হাজারীবাগ শহীদ শেখ রাসেল সরকারী উচ্চ বিদ্যালয়, ভাষানটেক সরকারী মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট সরকারী মাধ্যমিক বিদ্যালয়, খিলগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়। প্রথম শ্রেণীতে লটারি ছাড়াও জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে বাংলা ১৫, ইংরেজী ১৫ ও গণিতে ২০ নম্বর করে মোট ৫০ নম্বরের এক ঘণ্টার এবং অন্যান্য শ্রেণীতে বাংলা ৩০, ইংরেজী ৩০ ও গণিতে ৪০ নম্বর করে মোট ১০০ নম্বরের ২ ঘণ্টার পরীক্ষা নেয়া হচ্ছে। এদিকে অধিদফতরের পরিচালক অধ্যাপক এলিয়াছ হোসেইন জানিয়েছেন, প্রথম শ্রেণীতে ভর্তির লটারি ড্র অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর। তবে এ ৩৫টির মধ্যে প্রথম শ্রেণী আছে ১৪টি বিদ্যালয়ে। এ ১৪টি প্রতিষ্ঠানেই প্রথম শ্রেণীর ভর্তির জন্য অভিভাবকদের আগ্রহ থাকে অনেক বেশি। রাজধানীতে প্রথম শ্রেণী থাকা ১৪ সরকারী মাধ্যমিক স্কুল ॥ ঢাকা মহানগরীর ১৪টি সরকারী মাধ্যমিক স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির লটারি হবে আগামী ২৪ ডিসেম্বর। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারি হওয়া স্কুলগুলো হচ্ছেÑ গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, আজিমপুর গার্লস স্কুল, ধানম-ি বয়েজ হাই স্কুল, মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারী বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সংযুক্ত বিজ্ঞান হাই স্কুল, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয়, তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও বালক উচ্চ বিদ্যালয়, খিলগাঁও গভর্নমেন্ট সরকারী উচ্চ বিদ্যালয় এবং বাংলাবাজার সরকারী উচ্চ বিদ্যালয়। এদিকে মতিঝিল আইডিয়ালে শনিবার অনুষ্ঠিত হয়েছে ইংরেজী ভার্সনে প্রথম শ্রেণীর ভর্তির লটারির ড্র। এছাড়া অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ভর্তিপরীক্ষা। আগামীকাল ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা। আগামী ৩ জানুয়ারি নবম শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য ফরম বিক্রি শুরু হবে। নবম শ্রেণীতে ভর্তি করা হবে জেএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার প্রথম শ্রেণীর ভর্তির জন্য বাংলা মাধ্যমের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।
×