ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

রোনাল্ডোর ৫০০ গোলের মাইলফলক

প্রকাশিত: ০৬:০১, ১৬ ডিসেম্বর ২০১৬

রোনাল্ডোর ৫০০ গোলের মাইলফলক

স্পোর্টস রিপোর্টার ॥ দুই অর্ধের ইনজুরি সময়ের দুই গোলে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার জাপানের ইয়োকোহামার আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল ২-০ গোলে হারিয়েছে মেক্সিকোর ক্লাব আমেরিকাকে। গ্যালাক্টিকোদের হয়ে গোল করেন করিম বেনজামা ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আগামী রবিবার ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ স্বাগতিক জাপানী ক্লাব কাশিমা আন্টলারস। প্রথম সেমিফাইনালে কাশিমা ৩-০ গোলে পরাজিত করে কলম্বিয়ান ক্লাব এ্যাটলেটিকো ন্যাশিওনালকে। ম্যাচে এক গোল করে ক্লাব ফুটবলে ৫০০ গোলের গৌরবময় মাইলফলক স্পর্শ করেছেন রোনাল্ডো। ৬৮৯ ম্যাচ খেলে এ কৃতিত্ব দেখিয়েছেন পর্তুগীজ সুপারস্টার। রোনাল্ডো ৫০০ গোলের মধ্যে রিয়ালের হয়ে ৩৭৭, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮ ও স্পোর্টিং লিসবনের হয়ে করেন ৫ গোল। ফেবারিট হিসেবেই আমেরিকার বিরুদ্ধে খেলতে নামে রিয়াল। তবে মেক্সিকান ক্লাবটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সহজে ছেড়ে দেইনি। জয় পেতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে জিনেদিন জিদানের দলকে। প্রথমার্ধ শেষ হতে চলেছিল গোলশূন্যভাবে। কিন্তু অতিরিক্ত সময়ে (৪৫+২) গোল করে রিয়ালকে এগিয়ে নেন ফরাসী ফরোয়ার্ড বেনজামা। বিরতির পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও ব্যর্থ হচ্ছিল রিয়াল। পক্ষান্তরে সমতা ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আমেরিকা। উল্টো ম্যাচের স্টপেজ টাইমে আরেকটি গোল হজম করে তারা। এবার ৯৩ মিনিটে রিয়ালের জয় নিশ্চিত করা গোলটি করেন ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো।
×