ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পিকের পর বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপেও অপ্রতিরোধ্য আয়রন লেডি

সপ্তম স্বর্ণ জয় হসজুর

প্রকাশিত: ০৬:২৪, ১৩ ডিসেম্বর ২০১৬

সপ্তম স্বর্ণ জয় হসজুর

স্পোর্টস রিপোর্টার ॥ শেষদিনেও সুইমিং পুলে ঝড় তুললেন কাতিঙ্কা হসজু। শর্ট কোর্স বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে রবিবার ১০০ মিটার বাটারফ্লাই জিতে আসরের সপ্তম স্বর্ণ জয়ের কোটা পূর্ণ করলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের কেলসি ওরেল এবং জাপানের রিকাকো ইকোকে পেছনে ফেলে এই ইভেন্টের স্বর্ণপদক নিজের করে নেন তিনি। সে জন্য হসজু সময় নিয়েছেন ৫৫.১২ সেকেন্ড। আর ওরেল ৫৫.২২ এবং ইকো ৫৫.৬৪ সেকেন্ডে ফিনিশিং ওয়াল স্পর্শ করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন। সুইমিংপুলে ঝড় তুলাটাকে একেবারে নিয়মেই পরিণত করে ফেলেছেন কাতিঙ্কা হসজু। রিও অলিম্পিকের পর কানাডার উইন্ডসরে অনুষ্ঠিত হওয়া ফিনা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপেও নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন ‘আয়ারন লেডি’ হিসেবে খ্যাতি পাওয়া হাঙ্গেরির এই তারকা সাঁতার। একটি-দুটি-তিনটি করে ঠিক সাতটি স্বর্ণপদক জয়ের স্বাদ পেয়েছেন তিনি। গত মঙ্গলবার থেকে শুরু হয় এবারের আসর। এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত পারফর্মেন্সে দ্যুতি ছড়িয়েছেন কাতিঙ্কা হসজু। ফিনা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ৪০০ মিটার মিডলেতে স্বর্ণপদক জিতেন তিনি। দ্বিতীয় দিনে আরও দুটি স্বর্ণপদক নিজের শোকেসে তুলেন তিনি। এরপরও চলতে থাকে তার পদক জয়ের উৎসব। রবিবার টুর্নামেন্টের শেষ দিনে ছয় স্বর্ণপদক জিতে ১০০ মিটার বাটারপ্লাই ইভেন্টে অংশগ্রহণ করেন তিনি। এই ইভেন্টেও চেনা হসজু। অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে মোট সাত স্বর্ণপদক জিতে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। চলতি বছরের মাঝামাঝি সময়ে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হয়ে গেল ক্রীড়ার মহাযজ্ঞ অলিম্পিক। সেখানেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন কাতিঙ্কা হসজু। রিও অলিম্পিকের চতুর্থ দিনে মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলের স্বর্ণপদক জয়ের স্বাদ পান তিনি। শেষ করেন ট্রেবল স্বর্ণপদক নিজের শোকেসে তুলে। তবে রিওর আগেও আরও তিনটি অলিম্পিকে অংশ নিয়েছিলেন হাঙ্গেরির এই সাঁতারু। কিন্তু তার কোনটিতেই পদক জিততে পারেননি। অবশেষে রিওতেই আপন আলোয় উদ্ভাসিত হন তিনি। তারপর কানাডার বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপেও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন কাতিঙ্কা হসজু। হাঙ্গেরির নারী সাঁতারের ইতিহাসের অধিকাংশ রেকর্ডই এখন কাতিঙ্কার দখলে। এক অলিম্পিকে তিনটি ব্যক্তিগত ইভেন্টের সোনা জয়ের নারী সাঁতারুর এলিট তালিকাতে নাম লিখিয়েছেন তিনি। পরবর্তী অলিম্পিকেও যে নিজেকে মেলে ধরবেন তিনি সে বিষয়ে কোন সন্দেহ নেই। কেননা তার বর্তমান বয়স মাত্র ২৭। যে কারণে ২০২০ সালে টোকিও অলিম্পিকেও ফেবারিট হিসেবে পুলে নামবেন কাতিঙ্কা। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের শেষদিনে হাঙ্গেরির কাতিঙ্কা হসজু ছাড়াও স্বর্ণপদক জিতেছেন কোরিয়ার পার্ক তায়ে হোয়ান। পুরুষ ১,৫০০ মিটার ফ্রি স্টাইলে ১৪ মিনিট ১৫.৫১ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ করেন তিনি। ১০০ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণপদক জিতেছেন লিথুয়ানিয়ার সিমোনাস বিলিস। ৪৬.৫৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তিনি। ১ মিনিট ৪৭.৬৩ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণপদক জিতেছেন পোল্যান্ডের রাদোসøাও কাউইসকি। এছাড়া ৪ গুনিতক ১০০ মিটার মিডলে রিলেতে স্বর্ণপদক জিতেছে রাশিয়া। ৪ গুনিতক ৫০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে স্বর্ণ জয়ের স্বাদ পেয়েছেন কানাডা। ২০০ মিটার ব্যাকস্ট্রোকে প্রথম হয়ে স্বর্ণপদক জিতেছেন গ্রেট ব্রিটেনের মোলি রেনশো। ৫০ মিটার ফ্রি-স্টাইলের স্বর্ণপদক ওঠেছে হল্যান্ডের রানোমি ক্রোমোউইডজোজোর হাতে।
×